নিজস্ব প্রতিবেদন: কন‍্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর পর এবার "জাগো" প্রকল্প। রাজ্যের মহিলাদের আরও বেশি স্বনির্ভর করার উদ্দেশ‍্যে মুখ‍্যমন্ত্রী নতুন প্রকল্প "জাগো"। মাস ২ আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হচ্ছে এই প্রকল্প। এ বিষয়ে রাজ্য আশাবাদী যে, এই প্রকল্প মারফত উপকৃত হবেন রাজ‍্যের প্রায় ১ কোটি মহিলা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, পুরসভা নির্বাচনের আগে মুখ‍্যমন্ত্রীর আরও একটি মাস্টারস্ট্রোক হিসেবেই কাজ করবে নতুন এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় ১০লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০টাকা করে অনুদান দেওয়া হবে। মোট ১ কোটি মহিলা প্রকল্পের সুবিধা পাবেন। প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৫০০কোটি টাকার তহবিল তৈরি করেছে সরকার। পরিসংখ্যান অনুযায়ী ২০১১ সালে রাজ‍্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ‍্যা ছিল ৪.৭২লক্ষ, যা ২০১৯-এ বেড়ে দাঁড়িয়েছে ৬.৯২ লক্ষ। আগে স্বনির্ভর গোষ্ঠীর জন‍্য ঋণের পরিমাণ ছিলো ৫৫৩কোটি, এখন তা বেড়ে হয়েছে ৭হাজার কোটি।


আরও পড়ুন: শিলিগুড়িতে ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, আটক মেয়ে ও নাতি