শিলিগুড়িতে ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, আটক মেয়ে ও নাতি
শুক্রবার সকালে শিলিগুড়ি পুরসভার ৩০ নং ওয়ার্ডে দেশবন্ধু পাড়ায় একটি দ্বিতল বাড়ি থেকে ৮০ বছর বয়সী এক বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করে পুলিস। ঘটনায় আটক করা হয়েছে বৃদ্ধের মেয়ে এবং নাতিকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: ফের বৃদ্ধর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাড়ি থেকেই হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার বৃদ্ধর মৃতদেহ। এবার ঘটনাস্থল শিলিগুড়ি। শুক্রবার সকালে শিলিগুড়ি পুরসভার ৩০ নং ওয়ার্ডে দেশবন্ধু পাড়ায় একটি দ্বিতল বাড়ি থেকে ৮০ বছর বয়সী এক বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করে পুলিস। ঘটনায় আটক করা হয়েছে বৃদ্ধের মেয়ে এবং নাতিকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার সকালে বাড়ির মূল ফটক খোলা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। সন্দেহের বসেই বাড়ির ভিতরে ঢোকেন কয়েকজন। তখনই দেখেন একটি ঘরের মেঝেতে হাত পা বাধা অবস্থায় পড়ে রয়েছে ওই বৃদ্ধ। বর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে কর্ণধারের স্ত্রী শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে জারি লুকআউট নোটিস
স্থানীয় সূত্রে খবর, সরকারি কর্মচারী ছিলেন ফাল্গুনী ঘোষ নামে ওই বৃদ্ধ। বাড়িতে ছোট মেয়ে ও তাঁর ছেলেকে নিয়ে থাকতেন। মূলত নেশা করা নিয়েই প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকত দুজনের মধ্যে। পুলিসের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই বৃদ্ধকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।