নিজস্ব প্রতিবেদন:  ছেলে বড় ডাক্তার। মুম্বইয়ে থাকেন।  মা চুঁচুড়ায়। মোগল টুলি জোড়াঘাটে স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে ছেলের সঙ্গে মুম্বইয়ে যেতে চাননি মা দীপালি মিত্র। কিন্তু এই  বৃদ্ধ বয়সে চুঁচুড়ার অত বড় বাড়িতে একা থাকা মুশকিল। তাই বৃদ্ধ  দীপালি মিত্র বাড়ির দোতালাটি ভাড়া দিয়েছিলেন চুঁচুড়া কোর্টের মুহরি সলিল দত্তকে। কোর্ট পেপারে এক বছরের চুক্তি  হয়েছিল। চুক্তি শেষ হওয়ার পর আর ভাড়া রাখতে চাননি দীপালি মিত্র। কিন্তু আজ বাড়ি ছাড়ছি কাল ছাড়ছি করতে করতে বহু মাস কাটিয়ে দেয় সলিল দত্ত। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে সাহায্য চান বৃদ্ধা। এরপরেই  বৃদ্ধাকে বাড়ির মধ্যে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ সলিল দত্ত ও তাঁর স্ত্রী দুজনে মিলে মারধর করে বৃদ্ধ দীপালি মিত্রকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



স্থানীয় বাসিন্দারা বলছেন, আদতে বাড়ি দখল করতেই বাড়ি ছাড়তে চাইছেন না সলিল দত্ত। অবস্থা এমন নিজের বাড়িতে ঢুকতেই ভয় পাচ্ছেন বৃদ্ধা। স্থানীয় বাসিন্দারা বলছেন, বড় অন্যায় হচ্ছে।