বিধান সরকার: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! মকপোল চলাকালীন এবার প্রাণ গেল যুবকের। কীভাবে? খতিয়ে দেখছে পুলিস। চাঞ্চল্য হুগলির শ্রীরামপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Kharagpur: রোগীকে দড়ি দিয়ে বাঁধা হল খাটিয়ার সঙ্গে, তারপর তা কাঁধে নিয়ে চলল লোকজন...


বছর ঘুরলে লোকসভা ভোটে। রাজ্যজুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। আজ, রবিবার মকপোল চলছিল শ্রীরামপুরের ড্যানিশ গভর্নর হাউসে। ইভিএম, ভিভি প্য়াট-সহ ভোটগ্রহণের সামগ্রী খতিয়ে দেখা হচ্ছিল। তখনই ঘটে বিপত্তি। 


জানা গিয়েছে, মৃতের নাম ছোট্টু রাজভর। বাড়ি, হুগলিরই চাঁপদানীর খাঁ পুকুর এলাকা। সিদ্ধার্থ জয়সওয়াল নামে এক প্রত্য়ক্ষদর্শী জানিয়েছেন, 'আমরা চল্লিশজন কাজ করছিলাম। গরম লাগছে বলে ছোট্টু পাখাটি ঘোরাতে গেল আর শক লেগে গেল'। এরপর শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে, ওই যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।


কীভাবে দুর্ঘটনা? সিদ্ধার্থ বলেন, 'মনে হয় পাখার তারটি খোলা ছিল। সেই তারটি লোহার স্ট্যান্ডে ছুঁয়ে থাকার কারণেই শর্ট সার্কিট হয়ে গিয়েছে'। মকপোলে বিজেপির প্রতিনিধি স্বপন চক্রবর্তী বলেন, 'ইভিএম যে বাক্স করে আনা হয়েছিল, সেই বাক্স খোলার কাজ করছিলেন কয়েকজন। স্ট্যান্ড পাখাটি ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। আরও অনেকে ছিল, বড় দুর্ঘটনা ঘটতে পারত'।


আরও পড়ুন: Jhargram: অন্যের 'হাতে রাখি পরিয়ে' নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা স্বাগতার...



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)