নিজস্ব প্রতিবেদন: এর আগে রাজ্যে ঘুরে গিয়েছে কেন্দ্রের প্রতিনিধি দল। সেবার বাংলায় করোনা মোকাবিলা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। এবার করোনা রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বিশেষ দল। জানা গিয়েছে, করোনা নিয়ে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখতেই এই বিশেষ দল আসছে বাংলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির দিন ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়


জানা গিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে হাইকোর্টে দায়ের মামলার জন্য আদালতকে ও কেন্দ্রকে রিপোর্ট দেবে এই দল। আজ হাইকোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রের আইনজীবী। এর আগে ইন্টার মিনিস্টারিয়াল টিম এসেছিল রাজ্যে। এবার স্বরাষ্ট্র মন্ত্রক পৃথক টিম গঠন করে পাঠাচ্ছে। আজ প্রধান বিচারপতির এজলাসে এই টিমের কথা জানায় কেন্দ্র।


আরও পড়ুন: 'সব রকমভাবে পাশে আছি', আমফান আতঙ্কের মধ্যেই মমতাকে ফোন অমিতের


মামলাকারী কবির শঙ্কর বোস আদালতে কোভিডের বর্তমান পরিস্থিতি জানতে চান। রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের কাছেই উত্তর চান তিনি। মামলাটির পরিপ্রেক্ষিতে কেন্দ্র জানায় তাঁরা নতুন টিম পাঠাবে। তার রিপোর্টই জমা দেওয়া হবে এজলাসে। এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন, "কাউকে বাধা দেওয়ায় কিছু নেই। নিজের ইচ্ছায় কেউ এলে আসতেই পারে।"