নিজস্ব প্রতিবেদন: ড্রেনের মধ্যে থেকে উদ্ধার স্টেশন মাস্টারের দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানা এলাকার ১১ নং ওয়ার্ডে। জানা গিয়েছে, মৃত ষ্টেশন মাষ্টার নির্মল কুমার নামে ওই ব্যক্তি বিহারের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস সূত্রে খবর, গত ১ বছর ধরে ডায়মন্ড হারবার পুরসভার ১১ নং ওয়ার্ডে ঘর ভাড়ায় থাকতেন ডায়মন্ড হারবার ষ্টেশন মাষ্টার নির্মল কুমার। কয়েকদিন আগে বিহারের ভাগলপুর থেকে তাঁর স্ত্রী সোনালি কুমারি ও শ্যালক ডায়মন্ড হারবারে আসেন।


পরিবারের দাবি, গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি নির্মল কুমার। আজ সকালে বাড়ির পাশের ড্রেনে নির্মল কুমারের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।