বিশ্বজিৎ সিংহরায়:  ক্লাসে দুই সহপাঠীর মারামারি থামাতে গিয়েছিল সে। স্রেফ মারধর নয়, স্কুল পড়ুয়াকে তুলে আছাড় মারলেন অভিভাবক! দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পর এবার হুগলির পাণ্ডুয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, পাণ্ডুয়ার তাঁবা কলোনি শিশু শিক্ষা কেন্দ্রের চতুর্থ শ্রেণির ছাত্র রোহিত মন্ডল। এদিন স্কুলে গিয়ে সে দেখে, ক্লাসের মধ্যে সহপাঠী অরিত্র মন্ডলের সঙ্গে মারমারি করছে তার ভাই রণিক! গন্ডগোল থামাতে যায় রোহিত।  অভিযোগ, অরিত্রের জেঠু ক্লাসে ঢুকে রোহিতকে বেধড়ক মারধর করেন। এমনকী, ওই স্কুলের পড়ুয়াকে তুলে আছাড় মারেন! গুরুতর আহত হয় রোহিত। পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি সে। কেন এমন মারধর করা হল? থানায় অভিযোগ দায়ের করেছেন রোহিতের বাবা।


আরও পড়ুন: Son Killed Father: উনুন ধরানো নিয়ে তুলকালাম, বাঁশপেটা করে বাবাকে খুন ছেলের


এদিকে ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া হাইস্কুলে আবার সহপাঠীর মারে প্রাণ হারিয়েছে এক ছাত্র। কীভাবে ঘটল এমন মর্মান্তিক ঘটনা? সূত্রের খবর, এদিন দুটি ক্লাসের মাঝে নিজেদের মধ্যে হুড়োহুড়ি করছিল একাদশ শ্রেণির ছাত্র লয় হালদার ও সায়ন চক্রবর্তী। তখন আচমকাই মলয়ের কানের নিচে ঘুষি চালিয়ে দেয় সায়ন। প্রায় সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়ে মলয়। হাসপাতালে নিয়ে গেলে, তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)