বিধান সরকার:  স্কুলেই এবার ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষক! প্রতিবাদে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। সঙ্গে হুঁশিয়ারি, 'অভিযুক্তকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে, ততক্ষণ বিক্ষোভ চলবে'। ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Anubrata Mondal: ফিরেই বিস্ফোরক অনুব্রত! বললেন, 'আমি আর কোনও সম্পর্কই রাখতে চাই না'; কার সঙ্গে?


জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ বাড়ুই। বলাগড়ের মিলনগড় যতীন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি। অভিযোগ, গতকাল বৃহস্পতিবার স্কুলে যখন পরীক্ষার খাতা দেখানো হচ্ছিল, তখন সপ্তম শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানি করেন বিশ্বজিত্‍। বাড়ি ফিরে মা-কে ঘটনাটি জানায় ওই ছাত্রী।এরপর আজ, শুক্রবার সকালে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক। গেটের বাইরে আটকে রাখা হয় শিক্ষকদের।


অভিভাবকদের দাবি, মত্ত অবস্থায় স্কুলে আসেন বিশ্বজিত্‍। স্রেফ খারাপ ব্যবহারই নয়, এর আগেও নাকি নানা অছিলায় অসত্‍ উদ্দেশ্যে ছাত্রীদের শরীর স্পর্শ করার করেছেন তিনি। খবর পেয়ে স্কুলের পৌঁছয় বলাগড় থানার পুলিস। অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বিক্ষোভকারীদের। পুলিস সুত্রে খবর, থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী পরিবার।


এদিকে অভিযুক্ত শিক্ষক আজ, শুক্রবার স্কুলে আসেননি। তাঁর দাবি, 'গতকাল সপ্তম শ্রেণির ক্লাস নিতে যাই। ছাত্রছাত্রীরা বলে লাইব্রেরিতে যাব। আমি ওদের নিয়ে যাই। বই নিয়ে পড়াশোনা করার পর সবাই বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শিক্ষকদের থেকে জানতে পারি, একটা গুঞ্জন শুরু হয়েছে। হেনস্তা হতে পারি, এই আশঙ্কায় স্কুলে যাইনি।  ওই ছাত্রীর বয়সী আমার ছেলে আছে। মিথ্যা অভিযোগ করা হয়েছে।আইনিভাবেই জবাব দেব'। স্কুলের প্রধানশিক্ষকের বক্তব্য,  'স্কুল পরিচালন সমিতিকে জানিয়েছি। ওই শিক্ষক মদ খেয়ে স্কুলে আসেননি কিনা, জানা নেই। অভিভাবকদের সঙ্গে আলোচনা করব'।


আরও পড়ুন:  Durgapur: ভরসার সেতুই এখন জীবন নিতে পারে! দামোদরে তলিয়ে যাওয়ার আতঙ্কে কাঁপছেন বাসিন্দারা...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)