অরূপ লাহা: পড়াশোনার মন ছিল না? মায়ের কাছে বকুনিতে শেষপর্যন্ত আত্মহত্যা করল মাধ্যমিক পরীক্ষার্থী। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে মেমারিতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Purulia Tiger: বান্দোয়ানের বাঘিনীকে লক্ষ্য় করে চলল গুলি! লেগেছে কি না জানে না বন দফতর...


ঘটবাটি ঠিক কী? মেয়ে ক্লাস টেনে পড়ে। সামনেই মাধ্যমিক পরীক্ষা। পরিবারের লোকেদের দাবি, পড়াশোনায় একেবারেই মন ছিল না তার। সেকারণেই ওই কিশোরীকে বকাঝকাও করতেন তার মা। আজ, শনিবার সকালে ঘুম থেকে দেরিতে উঠেছিল সে। ফের মায়ের বকুনি! এরপর বাজারে চলে যান তিনি। 


এদিকে মেয়ে তখন বাড়িতে একাই ছিল। ফিরে এসে মা দেখেন, বাড়ির দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও কোন সাড়াশব্দ পাননি তিনি। শেষে স্বামীকে খবর দেন তিনি। দরজা ভাঙা হয়।  দেখা যায়, ঘরের গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে ওই কিশোরী! মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। এলাকায় শোকের ছায়া।


রাতে মায়ের সঙ্গে ঝগড়ার পর, সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ! নিউ ব্য়ারাকপুরে আত্মহত্যা করেছিল নবম শ্রেণির এক ছাত্রী। নাম,  পারস্মিতা মজুমদার। বাড়ি নিউ ব্য়ারাকপুরের এসএন ব্যানার্জি রোডে। স্থানীয় সূত্রে খবর,  রাতে মায়ের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটি হয় বছর চোদ্দোর মেয়েটির।  বকার খাওয়ার পর তখন চুপচাপই ছিল সে। শুতে চলে গিয়েছিল নিজের ঘরে। এরপর আজ সকালে যথারীতি কাজে বেরিয়ে যান বাবা। দাদাও তখন কলেজে। মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই ফ্ল্যাটে ছাদে চলে যায় পারস্মিতা। এরপর নিচে ঝাঁপ দেয়!


আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 


iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১


কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭


আরও পড়ুন:  Panchanan Karmakar Serampore: পঞ্চানন কর্মকারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ছাপাখানা আজও আছে! কিন্তু এর ভবিষ্যৎ?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)