নিজস্ব প্রতিবেদন: খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বালিডাঙা এলাকায়। বাঁশ দিয়ে সাংবাদিককে বেধড়ক মারধর এবং ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। ঘটনায় নিন্দার ঝড় বিভিন্ন মহলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আহত সাংবাদিকে মান মনসারাম কর। বেহাল রাস্তা পাকাপাকি ভাবে সংস্কার করতে হবে। এই দাবিতে অবরোধ চলছিল। স্থানীয়রা অবরোধ করেন। সেই খবরই সংগ্রহ করতে যান তিনি। অভিযোগ, সাংবাদিককে উদ্দেশ্য করে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপর বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। বুম, ক্য়ামেরা এবং মোবাইল ভেঙে দেওয়া হয়। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা স্থানীয় তৃণমূল গণেশ ঘোষের বিরুদ্ধে। 



এই ঘটনার বিরুদ্ধে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার নিন্দা করেছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। 


আরও পড়ুন: Mangla Haat: রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মঙ্গলা হাট খোলার দাবিতে রাস্তা অবরোধ ব্যবসায়ীদের


আরও পড়ুন:  ফেসবুক লাইভ! মেয়েকে 'মুক্তি' দিতে একসঙ্গে আত্মহত্যা বাবা-মা ও ভাইয়ের!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)