Mangla Haat: রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মঙ্গলা হাট খোলার দাবিতে রাস্তা অবরোধ ব্যবসায়ীদের
প্রতি সপ্তাহের মতো আজ রবিবারও ব্যবসায়ীরা তাদের মালপত্র নিয়ে হাজির হন হাট কমপ্লেক্সে। সেই সময় তাদের থামিয়ে দেয় পুলিস
![Mangla Haat: রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মঙ্গলা হাট খোলার দাবিতে রাস্তা অবরোধ ব্যবসায়ীদের Mangla Haat: রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মঙ্গলা হাট খোলার দাবিতে রাস্তা অবরোধ ব্যবসায়ীদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/01/09/360894-4.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছুঁইছুঁই। পরিস্থিতি বিচার করে রাজ্যজুড়ে একাধিক কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় সপ্তাহে কয়েকদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা মেনেও নিয়েছেন ব্যবসায়ীরা। এবার একেবারে উল্টো ছবি হাওড়ার মঙ্গলা হাটে।
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে হাওড়ার মঙ্গলা হাট এক সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একটি বৈঠক করে গত বৃহস্পতিবার ওই সিদ্ধান্ত নেয় প্রশাসন। তার পর থেকেই ক্ষোভ ফুঁসছিলেন হাটের ব্যবসায়ীরা।
প্রতি সপ্তাহের মতো আজ রবিবারও ব্যবসায়ীরা তাদের মালপত্র নিয়ে হাজির হন হাট কমপ্লেক্সে। সেই সময় তাদের থামিয়ে দেয় পুলিস। এতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। হাট খোলার দাবিতে হাওড়া ময়দানে পথ অবেরাধ করেন কয়েক শো ব্যবসায়ী। ব্যস্ত সময়ে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।
আরও পড়ুন-ডেল্টা ও ওমিক্রনের শক্তিতে বলীয়ান! করোনার নয়া প্রজাতি 'ডেল্টাক্রন'
ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে, হাট বন্ধ বা খোলা রাখার বিষয়টি নিয়ে সোমবার একটি আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত। পুলিস একথা বলার পরই অবরোধ তোলা হয়েছে। হাওড়ার আরও যেসব হাট রয়েছে তা দিব্বি চলছে, মেটিয়াব্রুজের হাটগুলি খোলা রয়েছে। অথচ শতাব্দী প্রাচীন মঙ্গলা হাট বন্ধ রাখা হচ্ছে কোন যুক্তিতে?