Birbhum: গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামে। পরিবারের দাবি লাভপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও অভিযোগ নেওয়া হয়নি। এমনকি কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। পরিবারের লোক বা গ্রামবাসীরা সকলেই চাইছেন অভিযুক্তের শাস্তি হোক। তাদের দাবি এই ঘটনা প্রথম নয় এর আগেও অভিযুক্তর ছেলেও এমন ঘটনা ঘটিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়িতে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগ। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। পুলিসের তরফে অভিযোগ নেওয়া হচ্ছে না বলে দাবি করা হয়েছে পরিবারের তরফে।
ভোররাত্রে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানী করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত বিষয়পুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা হেমন্ত ধীবর মাছ ধরে বিক্রি করার কাজ করে। সেই কাজে ভোরবেলায় তিনটে নাগাদ সে প্রতিদিন বাড়ি থেকে চলে যায়। সেই সুযোগ নিয়েই তিনটের পরে তার বাড়িতে প্রবেশ করে ওই গ্রামের তৃণমূল নেতা মন্মথ পাল। এরপরে সে হেমন্ত ধীবরের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে এবং অশ্লীলতাহানি করে। ঘটনাটি ঘটে তাদের কন্যা সন্তানের সামনেই।
আরও পড়ুন: Malda: আইন মেনে বিয়ে করেও নেই স্ত্রী-র মর্যাদা, শ্বশুরবাড়ির দরজায় ধর্না মহিলার
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামে। পরিবারের দাবি লাভপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও অভিযোগ নেওয়া হয়নি। এমনকি কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। পরিবারের লোক বা গ্রামবাসীরা সকলেই চাইছেন অভিযুক্তের শাস্তি হোক। তাদের দাবি এই ঘটনা প্রথম নয় এর আগেও অভিযুক্তর ছেলেও এমন ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন: Weather Today: শীতের পথে কাঁটা, দীপাবলির আগেই ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে!
তবে এদিন অভিযুক্তদের বাড়ি গেলে দেখা যায় তার বাড়িতে কেউ নেই। গ্রামবাসীদের দাবি ঘটনার পর থেকেই তাদের গ্রামে দেখা যাচ্ছে না। তবে গোটা ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করা হচ্ছে গ্রামবাসীদের তরফে।
পুলিস সূত্রে খবর, পুলিসের তরফে ইতমধ্যেই মামলা শুরু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তাদের বাড়ি গেলেও তাদের পাওয়া যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)