নিজস্ব প্রতিবেদন: বুধবার জনবসতিপূর্ণ এলাকায় দাপিয়ে বেড়াল দাঁতাল। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সকালে একটি বুনো হাতি (TUSKER) মেটেলি ব্লকের বিধাননগর পঞ্চায়েত এলাকায় চলে আসে। হাতিটি নেওড়া নদী (NEORA RIVER) পেরিয়ে বার্মাবাড়ি এলাকা থেকে গ্রামে ঢুকে পড়ে। এরপর সেটি খালপাড়া, কলাবাড়ি, দুর্গামন্দির, বটগাছ হয়ে চলে আসে কুর্তি নদীর ধারে। 


খবর পাওয়া মাত্র ভিড় জমান স্থানীয়রা। ভিড় দেখে এদিক ওদিক এলাকার কৃষিজমিতে দাপিয়ে বেড়ায় সেটি। 


আরও পড়ুন: করোনা আতঙ্কে এবার বন্ধ হল গরুবাথানের সোমবাড়ি হাটও


ঘটনাস্থলে আসেন মাল (MALBAZAR) ও খুনিয়া স্কোয়াডের কর্মীরা। তাঁরা হাতিটিকে লোকালয় থেকে বের করার চেষ্টা করেন। অবশেষে বহু চেষ্টার পর বনকর্মীরা হাতিটিকে কুর্তি নদী পার করে বড়োদিঘি চা-বাগান হয়ে লাটাগুড়ির জঙ্গলে পাঠাতে সক্ষম হন। বনদপ্তরের তরফে হাতিটির উপর নজর রাখার কথা বলা হয়েছে। 


স্থানীয়দের অনুমান, হাতিটি আহত ছিল। সেই কারণে বেশি ছোটাছুটি করতে পারছিল না।


আরও পড়ুন: Earthquake in Assam: অসমে ভূমিকম্প, অনুভূত উত্তরবঙ্গ, কলকাতাতেও