নিজস্ব প্রতিবেদন: শহরে রমরমিয়ে চলছে মাদকের কারবার (Drug Smuggling)। নেপথ্যে কারা? পুলিসের জালে খোদ তৃণমূল (TMC) নেতার বোন! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে (Jalpaiguri)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলপাইগুড়িতে মাদক কারবারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি আঁচ করতে পেরেছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়-সহ দলের কাউন্সিলররা। পুলিস সুপারের কাছে স্মারকলিপি দিয়েছিলেন তাঁরা। আর তাতেই ঘটল বিপত্তি।


আরও পড়ুন: Nayagram Child Missing: ছুটির পর বাড়ি ফেরেনি মেয়ে, হন্যে বাবা-মা; একরত্তির খোঁজে স্কুল গিয়ে 'হতবাক'


জানা গিয়েছে, এদিন বিকেল জলপাইগুড়ি ২ নং ঘুমটি এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় পুলিস। গ্রেফতার করা হয় এক মহিলা মাদক কারবারীকে। নাম, লালটি পাশোয়ান। সে আবার তৃণমূলের খেত মজদুর ইউনিয়নের সভাপতি ধরম পাশোয়ানের বোন! রীতিমতো চ্যাংদোলা করে ওই মহিলাকে থানায় নিয়ে আসে পুলিস। ঘটনাকে কেন্দ্র শোরগোল পড়ে দিয়েছে শহরে।



আরও পড়ুন: Ashoknagar Missing Minor Girl Recover: ফেসবুকে অপরিচিতার 'ফাঁদে' নাবালিকা, মোটা টাকা রোজগারের লোভে বিহারে পাড়ি; এরপর...


কী বলছেন তৃণমূল নেতা ধরম পাশোয়ান? তাঁর দাবি, প্রায় ২০ বছর ধরে বোনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বরং মাদকের কারবার রুখতে পুলিস সুপারকে স্মারকলিপি দিয়েছেন একাধিকবার। রাতে জলপাইগুড়িতে ওষুধ বিক্রেতাদের সংগঠনের কোতুয়ালী থানার আইসি। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি না করার অনুরোধ জানিয়েছেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)