বিধান সরকার: ব্যবধান মাত্র মাস তিনেকের। ফের নিখোঁজ আবাসিক। উত্তরপাড়ায় সরকারি হোমের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। মুখে কুলুপ এঁটেছে হোম কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, নিখোঁজ আবাসিকের নাম মিতা বাগদি। স্থায়ী কোনও আস্তানা ছিল না। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন তিনি। শেষপর্যন্ত উত্তরপাড়ায় ভবঘুরের জন্য সরকারি হোমে থাকার ব্যবস্থা হয় ওই মহিলার।


আরও পড়ুন: Physical Assault: মোবাইল দেখানোর নামে ডেকে কোলে বসায় শিক্ষক! ক্লাসরুমেই ছাত্রীদের সঙ্গে কুকর্ম


কীভাবে নিখোঁজ হলেন? হোমে অসুস্থ হয়ে পড়েছিলেন মিতা। শুক্রবার তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাস। হাসপাতালে নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি। কীভাবে এমন ঘটনা ঘটল? বিজেপির দাবি, হোম কর্তৃপক্ষ কিছু জানতে চায়নি। এরপরই হোমের সামনে শুরু হয় বিক্ষোভ। পুলিস গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।


আরও পড়ুন: Kidnap And Murder: বাংলাদেশ থেকে ফেরার পরই ট্রাকচালককে অপহরণ করে খুন বনগাঁয়


এর আগে, এপ্রিল মাসে উত্তরপাড়ায় সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল এক আবাসিক। পরে ব্য়ান্ডেল থেকে তাঁকে উদ্ধার করে পুলিস। হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)