নিজস্ব প্রতিবেদন: মাকে খুনের অভিযোগ উঠল মত্তর ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বিজয়রামের ঘোষপাড়া এলাকায়। মৃতের নাম সাগরিকা লেট (৫৫)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সুরজিত্ লেট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




মৃতা সাগরিকা লেটের দুই ছেলে। বড় ছেলে অভিজিত্ জানান, ভাইয়ের মদ্যপান করা নিয়ে তাঁদের পরিবারে অশান্তি লেগেই থাকত। মাস ছয়েক আগে শাবল নিয়ে তাঁর ওপরও হামলা করে সুরজিত্। তারপর থেকে অভিজিত্ পাড়ার ক্লাবে রাতে ঘুমোন। 


অস্ত্র মামলায় ধৃত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, নানুরে উদ্ধার ড্রামভর্তি বোমা
মঙ্গলবার রাতে বাড়িতে মায়ের সঙ্গে ছিল সুরজিত্। দুজনের ঝগড়া হয় বলে প্রতিবেশীরা জানান। বুধবার সকালে বাড়িতে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন অভিজিত্। ঘরে খোঁজ করে দেখেন, তাঁর ভাইও বেপাত্তা। মায়ের গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলে জানিয়েছেন অভিজিত্। 
পরে খবর পয়ে পুলিস গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 
জেরায় পুলিস জানতে পেরেছে, সুরজিত্ পেশায় রংমিস্ত্রি। নেশা করার জন্য প্রতিদিন মা ও দাদার কাছে টাকা চাইত সুরজিত্। তা না পেলেই অশান্তি করত। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।