নিজস্ব প্রতিবেদন: বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে এক যুবককে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আহত যুবক।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধূপগুড়ির লিচুতলায় যুবকের উপরে অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। কাপে করে অ্যাসিড নিয়ে ওই মহিলা হামলা করে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আক্রান্ত যুবকের নাম রাজেশ সরকার। হামলাকারী মহিলা ধূপগুড়ির কাজিপাড়ার বাসিন্দা। 


অভিযুক্ত মহিলার নাম সুস্মিতা বিশ্বাস। তাঁর মহিলার স্বামী কেরলে কাজ করেন। তাঁর সঙ্গে রাজেশের বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে উঠেছিল বলে দাবি স্থানীয়দের। পরে সম্পর্ক কেটে যায়।  


জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, আক্রান্ত যুবককে ধূপগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।


অ্যাসিড হামলার ঘটনার মোকাবিলায় ক্রয়ের উপরে নিয়ন্ত্রণ চাপিয়েছে সুপ্রিম কোর্ট। আগের মতো আর বাজারে অ্যাসিড আর সহজলভ্য নয়। তা সত্ত্বেও কীভাবে ওই মহিলা অ্যাসিড সংগ্রহ করলেন, তা খোঁজ করে দেখছে পুলিস।   


আরও পড়ুন- লোকসভার যুদ্ধে ঘাসফুলের বিজয়কেতন ওড়াতে মমতার ভরসা এই ত্রয়ী