নিজস্ব প্রতিবেদন : হাওড়া জেলা হাসপাতাল থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন দুপুরে হাসপাতালের আউটডোরের পেছনে অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ দেখতে পান এক নিরাপত্তা কর্মী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাওড়া থানায়। পুলিস এসে ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, দেহটি দু থেকে তিন দিন ওখানে পড়েছিল। যদিও ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পুলিস তার পরিচয় জানার চেষ্টা করছে। প্রাথমিকভাবে অনুমান, মৃতা ওই মহিলার বয়স বছর চল্লিশ। 


এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। কে ওই মহিলা? কীভাবে তাঁর মৃত্যু হল? দেহ কীভাবে ওখানে এল? সবদিক খতিয়ে দেখেই শুরু হয়েছে তদন্ত।


আরও পড়ুন, জেলায় জেলায় মিছিল, বাড়ি বাড়ি গিয়ে বৈঠক, কৃষি বিল নিয়ে কৃষকদের মন জয়ে ঝাঁপাচ্ছে বিজেপি