নিজস্ব প্রতিবেদন:  বাপেরবাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আড়াই বছরের শিশুপুত্র নিয়ে আত্মঘাতী হন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কালনার সমুদ্রগড় স্টেশনের কাছে। মৃতের নাম মমতা চূর্ণকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রক্তে ভেসে যাচ্ছে মেঝে, থানার ভিতরেই ভয়ঙ্কর ঘটনা


পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে সমুদ্রগড়ের বাসিন্দা বিকাশ চূর্ণকারের সঙ্গে বিয়ে হয় মমতার। অভিযোগ বিয়ের পর থেকেই মত্ত অবস্থায় মমতার ওপর অত্যাচার চালাত বিকাশ।  তাঁকে মারধর করত বলে অভিযোগ। নেশা করে টাকা ওড়াত বিকাশ। আর মমতাকে বাপেরবাড়ি থেকে টাকা নিয়ে আসা জন্য চাপ দিত।


আরও পড়ুন- হিন্দু জামাইয়ের ঔরসের সন্তান মেয়ের গর্ভে! ফোন করে ডেকে গর্ভপাত করাল বাপেরবাড়ি


দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করছিলেন মমতা। এরইমধ্যে তাঁদের এক পুত্রসন্তান হয়। কিন্তু এরপরও পরিস্থিতি বদলায় না। বরং অত্যাচার আরও বেড়ে যায়। মঙ্গলবার সকালে ছেলেকে কোলে নিয়ে বাড়ির সবার অলক্ষ্যে বেরিয়ে পড়েন মমতা।  ছেলেকে নিয়েই সমুদ্রগড় স্টেশনে অদূরে রেললাইনে আত্মঘাতী হন মমতা।  তাঁদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।


মমতার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে বিকাশ ও তার ভাই রতনকে গ্রেফতার করেছে নাদনঘাট থানার পুলিস।