লকডাউন অমান্য করে বাড়ির সামনে জমায়েত, প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা
শনিবার সকালে তৄণমুল নেতা বিভাস সর্দারের উদ্যোগে এলাকার অটো ও টোটোচালকদের খাদ্যদ্রব্য বিতরণ নিয়ে একটি আলোচনা হওয়ার কথা ছিল ৷ সেইকারণে স্বাস্থ্যবিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রায় শ`চারেক অটো ও টোটোচালক ঘটনাস্থলে জড়ো হন বলে অভিযোগ ৷
নিজস্ব প্রতিবেদন: লকডাউন অমান্য করে বাড়ির সামনে জমায়েত৷ প্রতিবাদ করায় আক্রান্ত এক মহিলা৷ বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মহিলার ভাইও৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বারুইপুরের পুরাতন থানা এলাকায়৷ এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷
শনিবার সকালে তৄণমুল নেতা বিভাস সর্দারের উদ্যোগে এলাকার অটো ও টোটোচালকদের খাদ্যদ্রব্য বিতরণ নিয়ে একটি আলোচনা হওয়ার কথা ছিল ৷ সেইকারণে স্বাস্থ্যবিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রায় শ'চারেক অটো ও টোটোচালক ঘটনাস্থলে জড়ো হন বলে অভিযোগ ৷
লকডাউন তুললে বিকল্প ব্যবস্থা কী ? মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী
বাড়ির সামনে এত মানুষের ভিড় দেখতে পেয়ে তাঁদের স্বাস্থ্যবিধি মেনে দাঁড়ানোর আবেদন করেন দেবযানী পাল নামে ওই মহিলা ৷ অভিযোগ, প্রথমেই তাঁরা দেবযানীর উপরে চড়াও হন ৷ দিদিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হতে হয় তাঁর ভাই বাপ্পাকেও ৷
তৄণমুল নেতা বিভাস সর্দার বলেন ঘটনাটি দুঃখজনক ৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিস৷