নিজস্ব প্রতিবেদন: বহুদিনের প্রেম। দেড় মাস আগে বিয়ে হয়েছিল।  সেই স্ত্রীকেই গলা কেটে খুন করলেন স্বামী। তারপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ৬ নম্বর সোনাটিকারি  গ্রামে।  স্বামী যদু মান্নাকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কোথাও পথ কোথাও রেল অবরোধ, রাজ্যজুড়ে বিজেপি-র বিক্ষোভে ভোগান্তি


স্থানীয় সূত্রে জানা যায়, দেড় মাস আগে তারকেশ্বরের বাসিন্দা রমা ভালোবেসে বিয়ে করেন  সোনাটিকারি গ্রামের যদু মান্নাকে। রমা বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন। পরিবারের দাবি, বিয়ের পর থেকে রমা সুখেই ছিল বলে তাঁরা জানতেন।   কালীপূজোর সময় স্বামী যদু মান্নাকে নিয়ে রমা মান্না বাপের বাড়িতে যান। সেখান থেকে দুজনেই আমেদাবাদ যায় রমার দিদির বাড়িতে।


আরও পড়ুন: সুখী নতুন বউয়ের  ব্যবহারে মুগ্ধ আত্মীয় থেকে প্রতিবেশীরা, কিন্তু আসলে এই মেয়ের জীবনে যা চলছিল...


রবিবার রাতে দুজনে ৬ নম্বর সোনাটিকারি গ্রামে ফিরে আসেন।  রাতে  দুজনে খাওয়া সেরে শুয়ে পড়েন বলে দাবি পরিবারে। রাতেই রমার শাশুড়ি বৌমার চিত্কার  শুনতে পেয়ে দৌড়ে যান।  ঘরের দরজা খুলে দেখেন  রমা গলা কাটা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন।


পাশে ছেলে যদু দঁড়িয়ে রয়েছেন। প্রতিবেশীরা জানতে পেরে ছুটে আসার আগেই পালিয়ে যায় যদু মান্না।  কুলতলি থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে  মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।  রাতে যদু মান্নাকে না পেয়ে পুলিশ তার   দুই ভাইকে থানায় নিয়ে যায়।   সকালে যদু মান্না নিজেই থানায় গিয়ে ধরা দেন।  কী কারণে খুন , তা এখনও স্পষ্ট নয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।