নিজস্ব প্রতিবেদন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিধবা মহিলাকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠল। আদালতের নির্দেশে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬ সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি লিখিত চুক্তি করেন চন্দ্রকোনার ধরমপুরের বাসিন্দা সুকান্ত কারক। এরপর ওই মহিলার বাড়িতে গিয়ে সুকান্ত ধর্ষণ ও মারধর করে বলে বলে অভিযোগ। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তবে পুলিস কোনও ব্যবস্থা নেয়নি বলে তাঁর দাবি। 


আরও পড়ুন- গরু সরানো নিয়ে পারিবারিক সংঘর্ষ, জখম ১২


সুকান্তর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন নির্যাতিতা। তবে সাড়া দেননি সুকান্ত। শেষ পর্যন্ত মোদিনীপুর আদালতের দ্বারস্থ হন নির্যাতিতা। আদালতের নির্দেশে সুকান্ত কারককে গ্রেফতার করে পুলিস।