গরু সরানো নিয়ে পারিবারিক সংঘর্ষ, জখম ১২
উত্তর দিনাজপুরের করণদিঘির বৈরগাছিতে পারিবারিক সংঘর্ষ। জখম ১২ জন।
![গরু সরানো নিয়ে পারিবারিক সংঘর্ষ, জখম ১২ গরু সরানো নিয়ে পারিবারিক সংঘর্ষ, জখম ১২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/26/100236-raiganj-cow.jpg)
নিজস্ব প্রতিবেদন: তুচ্ছ কারণে পারিবারিক সংঘর্ষ। আর তাতেই জখম হলেন ১২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘির বৈরগাছিতে।
রাস্তা থেকে গরু সরানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত। রাস্তায় একটি গরুর গাড়ি আর গরু রেখে কাজ করছিলেন আসগির আলির পরিবারের লোকজন। সেই সময় আসগর আলির ভাই আফসর আলির বাড়ির লোকজন সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। গরুগুলিকে সরানোর কথা বলেন তাঁরা। তা থেকেই শুরু হয় বচসা। এরপর দুই পরিবারের লোকজনের মধ্যে শুরু হয় সংঘর্ষ। লাঠালাঠি থেকে এক্কেবারে রক্তারক্তি।
আরও পড়ুন- মমতাকে হুমকি বিজেপি নেতার, নিন্দায় দিলীপ-রূপা
পারিবারিক বিবাদ থামাতে গিয়ে আহত হন এক প্রতিবেশীও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।