সেলফি তুলে গিয়ে হড়কে গেল পা, ওভারব্রিজ থেকে পড়ে মৃত্যু যুবকের
সুখ বাহার শেখের বাড়ি পূর্ববর্ধমানের মন্তেস্বরের গাঙুরিয়া গ্রামে।
নিজস্ব প্রতিবেদন: ফের সেলফির বলি। এবার পূর্ববর্ধমানের মেমারি স্টেশনে। মৃত কিশোরের নাম সুখ বাহার সেখ(১৭)।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুখ বাহার শেখের বাড়ি পূর্ববর্ধমানের মন্তেস্বরের গাঙুরিয়া গ্রামে। তিনি গুজরাটের রাজকোটে সোনার দোকানে কাজ করতেন। মাস খানেক হল তিনি বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: মায়ের সঙ্গে পাড়ার ‘কাকু’কে এক বিছানায় দেখে ফেলেছিল সাত বছরের ছেলে! পরিণতি...
রবিবার সুখ বাহার গ্রামের দুই বন্ধু জসিম সেখ ও লালবাবু সেখকে নিয়ে মেমারি স্টেশনে যান। পরবে তিন বন্ধু রাজকোট থেকে ফিরছেন। তাঁদের আনার জন্য মেমারি স্টেশনে ট্রেন ঢোকার আগেই পৌঁছে যায় তিন বন্ধু।
আরও পড়ুন: ‘রান্নায় নুন বেশি হয়েছে ভাই’, দিদির ফোন পেয়েই বিপদ আঁচ করতে পেরেছিলেন ভাই
ট্রেন আসতে দেরি হওয়ায় স্টেশনের ফুটওভার ব্রিজে তিন বন্ধু মিলে মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ফুটওভার ব্রিজের গার্ডওয়ালের উপর বসে সেলফি তুলতে গিয়েই বিপত্তি। পা হড়কে ১ নম্বর প্লাটফর্মের পাশে ট্যাপকলের উপর পড়ে যান সুখ বাহার।
আরও পড়ুন: দেহ চুল্লিতে ঢোকানো হচ্ছিল, আচমকাই বেজে উঠল শ্মশান কর্মীর ফোন!
সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয়রা মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পথেই মৃত্যু হয় সুখ বাহার শেখের।