Canning: দুর্ঘটনাগ্রস্থ মানসিক ভারসাম্যহীন যুবক, রাতে হাসপাতালের বাইরে দু`ঘন্টা পড়ে রইলো রোগী
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন যুবক অসীম শেখ। তার বাড়ি বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ রামধারী এলাকায়। মঙ্গলবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ঘুটিয়ারীশরীফ-বেতবেড়িয়া ষ্টেশনের মধ্যবর্তী এলাকায় চলন্ত ডাউন ট্রেন থেকে পড়ে যায় ওই যুবক।
প্রসেনজিৎ সর্দার: চিকিৎসা পরিষেবা না পেয়ে হাসপাতালের বাইরে রাতে দু-ঘন্টা পড়ে রইলো দুর্ঘটনাগ্রস্থ রোগী। এরপর প্রধান ও সুপারের সহযোগিতা চিকিৎসা শুরু হলো রোগীর।
ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে অমানবিকতার নিদর্শন দেখলো সাধারণ মানুষ। দীর্ঘ প্রায় দু’ঘন্টা চিকিৎসা পরিষেবা না পেয়ে হাসপাতালের বাইরে পড়ে রইল দুর্ঘটনাগ্রস্থ মুমূর্ষ এক মানসিক ভারসাম্যহীন রোগী। পরে স্থানীয় মাতলা ২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস ও ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপার শুভজিত ঘোষের উদ্যোগে চিকিৎসা শুরু হয় মুমূর্ষ রোগীর।
আরও পড়ুন: Bengal Weather Today: অপেক্ষার অবসান, অবশেষে জানা গেল কোথায়-কখন আছে মোকা?
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন যুবক অসীম শেখ। তার বাড়ি বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ রামধারী এলাকায়। মঙ্গলবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ঘুটিয়ারীশরীফ-বেতবেড়িয়া ষ্টেশনের মধ্যবর্তী এলাকায় চলন্ত ডাউন ট্রেন থেকে পড়ে যায় ওই যুবক।
গুরুতর জখম অবস্থায় পড়ে থাকে সে। ঘটনার খবর পেয়ে রেল পুলিস ওই যুবককে উদ্ধার করে। চিকিৎসার জন্য প্রথমে ঘুটিয়ারী শরীফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
রেল পুলিস ওই যুবককে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। অভিযোগ ক্যানিং মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসকের কাছে রেখে রেল পুলিস চলে যায় বলে অভিযোগ।
আরও পড়ুন: Theft: পাগল সেজে পোস্ট অফিসে ঢুকল চোর! চোখের নিমেষে উধাও ৫০ হাজার টাকা...
এরপর ওই যুবক হাসপাতালের বাইরে প্রায় দু’ঘন্টা পড়ে থাকে। এমন ঘটনায় খবর পেয়ে মাতলা ২ প্রধান উত্তম দাস ও ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপার শুভজিত ঘোষের উদ্যোগে হাসপাতালে ভর্তি করানো হয়। শুরু হয় চিকিৎসা।
খবর পেয়ে রাত প্রায় ১২ নাগাদ ওই যুবকের বাড়ির লোকজন হাসপাতালে পৌঁছায়। বর্তমানে ওইর যুবক আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।