নিজস্ব প্রতিবেদন : আধার বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এদিকে সেই আধার করাতে গিয়েই বেজায় ফ্যাসাদে পড়েছেন বারাসতের বিষ্ণুপদ মুখোপাধ্যায়। 'অজানা' কারণে ৫ বছরে মোট ৮ বার আধার কার্ডের আবেদন নাকচ হয়েছে তাঁর। এদিকে আধার না হওয়ায় বন্ধ হয়ে গেছে পেনশন। মিলছে না গ্যাসের ভর্তুকিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারাসতের শালবাগানের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিষ্ণুপদ মুখোপাধ্যায়। মধ্যবিত্ত সংসারের আয়ের একমাত্র ভরসা পেনশন। এদিকে আধার সমস্যায় সেই পেনশন বন্ধ হয়ে গেছে ২০১৭-র মে মাস থেকে।


আরও পড়ুন, বাড়িতে ঢুকলেই ফোন খারাপ! অজানা কারণ ঘিরে রহস্য


বিষ্ণুপদবাবু জানিয়েছেন, ২০১২ সাল থেকে বার বারই তিনি আধারের জন্য আবেদন করে যাচ্ছেন। কিন্তু প্রতিবারই তাঁকে বলা হয়, আধারের জন্য প্রয়োজনীয় তাঁর বায়োমেট্রিক অন্য দুজনের সঙ্গে মিলে যাচ্ছে। আরও একবার আবেদন করুন। সামনেরবার বায়োমেট্রিক ঠিক করে দেওয়া হবে। সেইসঙ্গে হয়ে যাবে আধার কার্ডও। আশ্বাস মত আবেদন করতে থাকেন তিনি, কিন্তু প্রত্যেকবারই খালি হাতে ফিরে আসতে হয় বিষ্ণুপদ বাবুকে।


আরও পড়ুন, সুন্দরবনে জালে 'দৈত্যাকৃতি' মাছ, দেখুন ভিডিও


২০১২ থেকে ২০১৭, ৫ বছরে মোট ৮ বার আধার কার্ডের জন্য আবেদন করেছেন বিষ্ণুপদবাবু। অথচ সমস্যার সুরাহা হয়নি। গোটা ঘটনার কথা শুনে উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য দ্রুত বিষয়টি খতিয়ে দেখে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।