সমঝোতার হাত বাড়াল CPM, Left-Congress-র সঙ্গে `সেক্যুলার` আব্বাস সিদ্দিকি?
মৌমিতা চক্রবর্তী
মৌমিতা চক্রবর্তী
বাম-কংগ্রেস জোটে এবার আব্বাস সিদ্দিকির নতুন দল? গত কয়েকদিন ধরে বাম নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে ফুরফুরা শরিফের পীরজাদার। জোটের কথা চলছে বলে জানিয়েছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম (Md Salim)। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেছেন,'দল ঘোষণা করেছেন আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। আমরা কর্মসূচি দেখেছি। তার ভিত্তিতে আলাপ-আলোচনা করছি।'
গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। লাগাতার সংখ্যালঘু এলাকার সভা থেকে আদিবাসী, দলিত ও মুসলিমদের নিয়ে ফ্রন্ট গঠনের কথা বলে আসছিলেন তিনি। এর মাঝে ফুরফুরা শরিফে গিয়ে আব্বাসের সঙ্গে দেখা করেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। দিন কয়েক আগে 'ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট' দল গঠন করেছেন আব্বাস। ওই দিনই বাম-কংগ্রেসের জন্যে দরজা খোলা রেখেছিলেন তিনি। সূত্রের খবর, সংখ্যালঘু মহলে আব্বাস সিদ্দিকির জনপ্রিয়তা আঁচ করে তাঁকে 'ধর্মনিরপেক্ষ' জোট নিতে উৎসাহী বাম-কংগ্রেস। সূত্রের খবর, ফুরফুরা শরিফের পীরজাদার সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে বাম নেতাদের। জোটে তাঁকে সামিল করা হলে সংখ্যালঘু ভোট ফিরে আসতে পারে বলে ধারণা নেতৃত্বের। তবে এই জোটে মিমকে রাখা চলবে না বলে শর্ত দিয়েছে বামেরা। হায়দরাবাদের দল মিমের বিরুদ্ধে একাধিকবার সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে। সে কারণে ওয়াইসির ছোঁয়াচ এড়াতে চাইছে আলিমুদ্দিন (Alimuddin)।
চলতি মাসেই উত্তর ২৪ পরগনায় সিপিএমের জেলা কমিটির বৈঠকে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) বলেছেন, 'আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) টেপ দেখেছি। উনি কখনও একটা ধর্মের বিষয়ে বললেনি। নিপীড়িত মানুষের কথাই বলেছেন। উত্তর ভারতে যাকে বহুজন বলা হয়'। তখনই খানিকটা ইঙ্গিত মিলেছিল। সমঝোতার কথা চলছে বলে এবার জানিয়ে দিলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম (Md Salim)। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন, 'দল ঘোষণা করেছেন আব্বাস সিদ্দিকি। আমরা কর্মসূচি দেখেছি। তার ভিত্তিতে আলাপ আলোচনা করছি। ওরা কতটা উৎসাহী। কতটা আমরা মানিয়ে নিতে পারি, সেটাও দেখতে হবে। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীদের সঙ্ঘবদ্ধ হতে হবে। কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দলকেও চাই। শুধু আব্বাস সিদ্দিকি ভাইজান নয়, এমন সকল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি।' এনিয়ে কংগ্রেস কী ভাবছে? প্রদীপ ভট্টাচার্যর কথায়,"দলের অভ্যন্তরে আলোচনা করতে হবে। বামেদের সঙ্গে আলোচনা হলে কথা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।'
আরও পড়ুন- নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আমায় টিজ করেছে: Mamata
পরিবর্তনের আগে বামেরাই ছিল বাংলার সংখ্যালঘু সমাজের ভরসা। এখন কিয়দংশই তৃণমূলের দখলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, বাংলায় বিজেপির দাপাদাপি বাড়ায় সংখ্যালঘুরা আরও বেশি করে তৃণমূলের দিকে চলে গিয়েছে। ক্ষয়িঞ্চু বামেদের চেয়ে গেরুয়া শিবিরের মোকাবিলায় মমতাই করতে পারবেন বলে তাদের বিশ্বাস। এমতাবস্থায় আব্বাস সিদ্দিকির সঙ্গে বাম-কংগ্রেসের জোট আরও একটা সমীকরণ খুলে দিতে পারে। রাজনীতির কারবারিরা মনে করছেন, সংখ্যালঘু ভোট জোটে টেনে আনতে পারবেন আব্বাস সিদ্দিকি। তাতে ভোট ভাগে আখেরে লাভ হবে বিজেপিরই। এর পাশাপাশি একটা প্রশ্নও থাকছে, ধর্মীয় নেতার সঙ্গে বাম-কংগ্রেসের জোট কি 'ধর্মনিরপেক্ষতা'র বিতর্ক এড়াতে পারবে?
আরও পড়ুন- LIVE: থাইল্যান্ডের ব্যাঙ্কে প্রতি মাসে ৩৬ লক্ষ টাকা ঢুকেছে? তমলুকে Suvendu