টুইটে মুখ্যমন্ত্রী সম্পর্কে বিকৃত ও অপমানজনক মন্তব্য! বাবুলকে আইনি নোটিস অভিষেকের
নোটিসে দাবি করা হয়েছে, `অমানবিক মুখ্যমন্ত্রী` কথাটা বলেননি অভিষেক। তা অভিষেকের মুখে বসিয়ে দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: টুইটে তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই নোটিসে তিনি দাবি করেছেন, টুইটে তাঁর বিরুদ্ধে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে হবে বাবুলকে। পাশাপাশি ওই টুইট প্রত্যাহার করতে হবে বিজেপি সাংসদকে।
আরও পড়ুন-একমাত্র আমিই পারি আমার গল্প বলতে, বায়োপিক প্রসঙ্গে ম্যাডোনা
উল্লেখ্য, মহালয়ার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে বলেন, 'আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক এবং অক্লান্ত পরিশ্রমে', বাংলার নিজস্ব মস্তিষ্কপ্রসূত কর্মকাণ্ডে রাজ্যের উন্নয়ণে গতি এসেছে। সেই বক্তব্যকে বিকৃত করার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। আইনি নোটিসে বলা হয়েছে, বাবুলের ওই বক্তব্য মিথ্যে ও অভিষেকের নামে তা চালিয়ে দেওয়া হয়েছে। এতে অভিষেকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করা হয়েছে। নোটিসে দাবি করা হয়েছে, 'অমানবিক মুখ্যমন্ত্রী' কথাটা বলেননি অভিষেক। তা অভিষেকের মুখে বসিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ইলিশের পাল্টা উপহার! বাংলাদেশিদের পাতে স্বাদ ফেরাতে ২৫,০০০ টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত
কী টুইট করেছিলেন বাবুল? অভিষেকের ওই বক্তব্যের একটি অংশ টুইট করে বিজেপি সাংসদ লেখেন, 'মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গিয়েছে-অমানবিক মুখ্যমন্ত্রী। আমি একটুকুও আশ্চর্য হইনি যে এটা পোস্ট করা ভিডিয়োতে রয়ে গিয়েছে। কারণ যাঁরা এটা শ্যুট করেছে তারাও 'অমানবিক মুখ্যমন্ত্রী' দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে 'বেরিয়ে' যাওয়া এই সত্যটা ওরা ধরতেই পারেনি।'