Abhishek Bandyopadhyay: কেশপুরের সভার আগে গ্রামের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনলেন অভাব-অভিযোগের কথা
ঘটনাস্থল থেকেই রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন তিনি সেচ দফতরের দায়িত্বে থাকা পার্থ ভৌমিককে যত দ্রুত সম্ভব সব নিয়ম মেনে স্থানীয় মানুষের দাবি যাতে পূর্ণ করা সম্ভব হয় সেই বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেশপুরে রয়েছেন তৃণমূল নেতা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শুনেছেন তিনি। মটকাপুর গ্রামে ভেঙে পরা স্কুল বিল্ডিং এবং জমির পাট্টা সংক্রান্ত সমস্যার কথা শুনেছেন তিনি। পাশাপাশি কাজের সমস্যার কথাও তাঁকে জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় মানুষ তাঁকে জানিয়েছেন ওই অঞ্চলের জমি সেচ দফতরের হাতে রয়েছে এবং তাঁরা বহুদিন ধরে পাট্টার আবেদন জানালেও তা হয়নি।
ঘটনাস্থল থেকেই রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন তিনি সেচ দফতরের দায়িত্বে থাকা পার্থ ভৌমিককে যত দ্রুত সম্ভব সব নিয়ম মেনে স্থানীয় মানুষের দাবি যাতে পূর্ণ করা সম্ভব হয় সেই বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেন তিনি।
এরপরেই স্থানীয় মানুষকে তিনি জানিয়েছেন তাঁরা যেন এই বিষয়ে যোগাযোগ রাখেন। পাশাপাশি তিনিও এই বিষয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও স্থানীয় স্কুল বিল্ডিং-এর সংস্কারের বিষয়টিও তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় মানুষকে।
আরও পড়ুন: Mal Bazar: দায়িত্ব তুলে নিলেন শিক্ষকরাই, বাহারি চুল কেটে শৃঙ্খলার পাঠ পড়ুয়াদের
এর আগে বুধবার বীরভূমের বোলপুরে প্রশাসনিক সভামঞ্চ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের পেশ করা ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটকে তীব্র কটাক্ষে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 'কোনও ভবিষ্যৎদর্শী নয়, পুরোটাই সুবিধাবাদী এই বাজেট। বাজেটে কোনও আশার আলো নেই। বাজেটে অমাবস্যার ঘোর অন্ধকার। বাজেটে বেকারদের জন্য কিছু নেই। গরিব বিরোধী এই বাজেট। বাজেটে গরিব মানুষকে বঞ্চনা করা হয়েছে। ধিক্কার জানাই এমন বাজেটকে। কী করে গরিব লোকের বাজেট করতে হয় জানি। আমায় দিলে ৩০ মিনিটে করে দিতাম!'
আরও পড়ুন: ফুটবলের জার্সি পরেই আত্মহত্যার পথ বেছে নিলেন প্রাক্তন ফুটবলার, শোকের ছায়া এলাকায়
পাশাপাশি বর্ধমানের প্রশাসনিক সভা থেকে বিস্ফোরক মমতা। প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দাবি করেন, 'সরকার পড়ে যাচ্ছিল!' কী কারণে কেন এমন বিস্ফোরক মন্তব্য করেন মমতা? আসলে বুধবারের পর বৃহস্পতিবারও বর্ধমানের প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তখনই শেয়ার বাজার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন মমতা। বলেন, 'গতকাল তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল, কারণ শেয়ার বাজারে ধস নেমেছিল।'