জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলিপুরদুয়ারের সভা থেকে ফের বাংলার বঞ্চনা নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। হুঁশিয়ারি দিলেন, একশো দিনের লড়াই সর্বাত্মক হবে। দিল্লির বুকে লড়াই আরও তীব্রতর হবে।  বকেয়া আদায়ে যত দূর যাওয়ার যাব। রাজ্যে ২০ লক্ষ পরিবার কাজ করে প্রাপ্য টাকা পায়নি। বুথে বুথে তালিকা তৈরি করবে তৃণমূল।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এদিনের সভায় কড়া সুরে বিজেপির উদ্দেশে তোপ দাগেন। বলেন, 'ভোট চাইতে এখানে আসিনি। মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। গায়ের জোরে টাকা আটকে রেখেছে কেন্দ্র। একমাত্র বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। বাংলায় নির্বাচনে হারের প্রতিশোধ নিচ্ছে বিজেপি। বিরোধীরা চিঠি লিখে কেন্দ্রকে বাংলাকে টাকা দিতে না করছে। ওদিকে দিল্লিতে থেকেও দেখা করার সত্ সাহস হয়নি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের।'


এরপরই বাংলার বকেয়া আদায়ে রাজ্যজুড়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মীদের নির্দেশ দেন। যে আন্দোলনের রূপরেখাও তিনি নির্দিষ্ট করে দেন। অভিষেক বলেন, 'প্রতি বুথে অবহেলিত মানুষের তালিকা তৈরি করুন। এক মাস ধরে বাংলাজুড়ে তালিকা তৈরি করা হবে। এই বঞ্চিতদের দিয়ে চিঠি লেখান প্রধানমন্ত্রীকে। সই সংগ্রহ করে প্রধানমন্ত্রীর নামে চিঠি লেখান। আগামী ১ মাসে ১ কোটি চিঠি তৈরি করুন।  এক কোটি মানুষের সই সংগ্রহ করুন। সেই সই করা এক কোটি চিঠি নিয়ে দিল্লিতে যাব আমি। পয়লা বৈশাখের পরদিন থেকেই এই কর্মসূচি শুরু হবে।' 


আরও পড়ুন, Cattle Smuggling Case: ইডির ফাঁসে সুকন্যা, কেষ্ট কন্যাকে ফের দিল্লি তলব



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)