জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আচ্ছে দিনের নমুনা নির্দশন কী'? পঞ্চায়েত ভোটের প্রচারে ফের মোদীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আপনার গচ্ছিত সঞ্চিত টাকা আপনি ব্যাঙ্কে রাখছেন, আর মেরে নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়ার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছর ঘুরলে লোকসভা ভোট। ২০২৪-এ বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পাটনায় বৈঠক করেছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস-সহ ১৭টি দল। একমঞ্চে দেখা গিয়েছে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। 


চুপ করে বসে নেই বিজেপি। লোকসভা ভোটের আগে দেশজুড়ে আমার বুথ সবচেয়ে মজবুত' কর্মসূচি নিয়েছে গেরুয়াশিবির। সেই কর্মসূচিতে যোগ দিয়ে এবার বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'এরা সবাই মিলে কমপক্ষে ২০ লাখ কোটি টাকার দুর্নীতি গ্যারান্টি আছে। শুধু কংগ্রেসেরই দুর্নীতি লাখ, কোটি টাকার। তৃণমূলের বিরুদ্ধেও ২৩ হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ। রোজভ্যালি দুর্নীতি, সারদা দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি। বাংলার মানুষ এই দুর্নীতি কখনও ভুলবে না'।


আরও পড়ুন:  Srinu Naidu Murder: ডন শ্রীনু খুনে বেকসুর খালাস রামবাবু, ৫ বছর পর কেন রেহাই, কী বললেন বিচারক?


এদিকে পঞ্চায়েত ভোটের প্রচারে এখন নদিয়ায় অভিষেকষ। এদিন কৃষ্ণগঞ্জের সভায় তিনি বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার, কন্য়াশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য়সাথী কার্ড, বিনা পয়সা রেশন, কে দিয়েছে? নরেন্দ্র মোদীর সরকার দেয়নি, মা-মাটি-মানুষের সরকার দিয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রতিনিধিরা, মিটিং করে জোর গলায়, নরেন্দ্র মোদী নদিয়ায় সভা করে বলেছিল, আচ্ছে দিন আসবে। আচ্ছে দিনের নমুনা নির্দশন কী? আপনার গচ্ছিত সঞ্চিত টাকা আপনি ব্যাঙ্কে রাখছেন, আর মেরে নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়ার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে'।



মোদীর আরও বক্তব্য, 'বিজেপি যাঁরা ঘোর বিরোধী ছিল, ২০১৮ হোক বা ২০১৯, তাদের মধ্যে এট ছটফটানি দেখেনি, যতটা এখন দেখা যাচ্ছে। যাঁদের কিছু লোক একসময় শত্রু বলত, গালাগালি দিত, তাঁরা এখন পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এটা হল ওদের বাধ্যবাধকতা। বিরোধী দলগুলি কাজকর্মেই স্পষ্ট, ২০১৪-এ দেশের মানুষ বিজেপিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)