Abhishek Banerjee: `বিজেপি করোনা হলে, ভ্যাকসিন তৃণমূল`, দ্রব্যমূল্য বৃদ্ধিতে মোদীকে নিশানা অভিষেকের
আচ্ছে দিনের নামে ৪০০ টাকার রান্নার গ্যাস এখন ১২০০ টাকায় কিনতে হচ্ছে। ৮০ টাকার সরষের তেল এখন ২২০ টাকা প্রতি লিটার। ১৫ টাকার কেরোসিন তেল ১১৫-১২০ টাকা প্রতি লিটার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালনায় পঞ্চায়েত ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এজিন কালনার সভা থেকে বকেয়া টাকা থেকে দ্রব্যমূল্যের বৃদ্ধি, একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
অভিষেক বলেন, মোদী কথা দিয়েছিলেন যে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলার সঙ্গে কোনও বৈমাতৃসুলভ আচরণ করবে না। টাকা ছেড়ে দেবে। কিন্তু, বাংলার বকেয়া টাকা মোদী সরকার ২ বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। যে ১০০ দিনের কাজের টাকার উপর বহু মানুষের রুটি-রোজগার নির্ভর করে।
এরপরই অভিষেক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কড়া নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। অভিষেক তোপ দাগেন, আচ্ছে দিনের নামে ৪০০ টাকার রান্নার গ্যাস এখন ১২০০ টাকায় কিনতে হচ্ছে। ৮০ টাকার সরষের তেল এখন ২২০ টাকা প্রতি লিটার। ১৫ টাকার কেরোসিন তেল ১১৫-১২০ টাকা প্রতি লিটার। ৫০ টাকা পেট্রোল এখন ১০০ টাকা প্রতি লিটার। ৪০ টাকা ডিজেল এখন ৯০ টাকা প্রতি লিটার। ৫০, ৬০, ৭০ টাকার জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে এখন দাঁড়িয়েছে ৬০০-৭০০ টাকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। শাকসবজি, আলু, পেঁয়াজ, টমেটো সবের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির পিছনে একমাত্র দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অভিষেক বলেন, বিজেপির এই মূল্যবৃদ্ধির ফাঁস থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে তৃণমূল কংগ্রেসকে জেতানো। এরপরই অভিষেক করোনা ও কোভিড ভ্যাকসিনের তুলনা টেনে বলেন, করোনা যদি ভাইরাস হয়, তবে ভ্যাকসিনের নাম কোভিশিল্ড। আর বিজেপি যদি ভাইরাস হয়, তবে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস-মমতা বন্দ্যোপাধ্য়ায়।
আরও পড়ুন, Mamata Banerjee: ছোট অস্ত্রোপচারের সম্ভাবনা! উডবার্নে ভর্তি হতে পারেন মুখ্যমন্ত্রী