জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার সঙ্গে লড়াই করতে ডায়মন্ড হারবারে চালু করেছিলেন একাধিক পরিষেবা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের করোনা টেস্ট করা, ওষুধ দেওয়া, খাবার দেওয়ার কাজ করেছিলেন তৃণমূল কর্মীরা। এবার নিজের নির্বাচনী ক্ষেত্রে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়েছে সেবাশ্রয়। টানা ৭৫ দিন ধরে চলবে ওই শিবির। ডায়মন্ড হারবারের ৭ টি বিধানসভা এলাকায় চলবে ওই শিবির। ওই শিবিরে যোগ দেবেন ১২০০ চিকিত্সক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আপাতত চলবে শীতের দাপুটে ব্যাটিং, রাজ্যে আচমকা হাওয়া বদল কবে...


চিকিত্সা পরিষেবা দেওয়ার পাশাপাশি এখানে হবে কিছু পরীক্ষাও। দেওয়া হবে ওষুধও। আজ ওই শিবিরের উদ্বোধন করে শিবির ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এদিন সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নভেম্বর মাসে আমতলায় একটি কন্ফারেন্স করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১২০০ বেশি ডাক্তার সেখানে এসেছিলেন। এবার আমরা ডায়মন্ড হারবারে চালু করা হয় সেবাশ্রয়। এটি চলবে প্রায় ৭৫ দিন।


অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, মানুষকে ভালো রাখায় দায়িত্ব আমাদের জন প্রতিনিধিদের। গতবছর আমতলা থেকে ঘোষণা করেছিলাম বার্ধক্য ভাতা দেওয়া হবে। প্রায় ৭০ হাজার মানুষকে সেই ভাতা দেওয়া হয়েছে। এবছর কোনও নির্বাচন নেই। সেবাশ্রয় চালু করা হল। কোভিডের সময়ে কোনও নির্বাচন ছিল না। তখন প্রায় একদিনে ৫০ হাজার কোভিড টেস্ট করেছিলাম। ডায়মন্ড হারবারে আমরা একশো শতাংশ টিকা দিয়েছি। এখানকার মানুষ তৃতীয়বার আমাকে নির্বাচিত করেছে। আমার একটা দায়বদ্ধতা রয়েছে।


সেবাশ্রয় স্বাস্থ্য শিবির নিয়ে অভিষেক বলেন, ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা, ৭১ গ্রাম পঞ্চায়েত, ৯৩ ওয়ার্ডে প্রায় ৩০০ ক্যাম্প করা হবে। ডায়মন্ড হারবার বিধানসভায় ৪০টি ক্যাম্প করা হবে। এদের মদ্যে ১টি মডেল ক্যাম্প ও ৩৯টি সাধারণ ক্যাম্প রয়েছে। সাধারণ ক্য়াম্পে সব রোগীদের জন্য রেজিস্ট্রেশন ডেস্ক ও একটি হেল্প ডেস্ক থাকবে। প্রতিটি সাধারণ ক্যাম্পে ডাক্তারদের ২টি চেম্বার থাকবে। রোগীদের জন্য ওয়েটিং এরিয়া থাকবে। বিনামূল্যে ওষুধ দেওয়ার জন্য ফার্মেসি থাকবে।  আজ এখনওপর্যন্ত ঠিক হয়েছে ২-১১ তারিখ পর্য়ন্ত ৪১টি শিবির হবে। এভাবে ফলতায় ৪১টি, বিষ্ণুপুরে ৪৭টি শিবির, মেটিয়াব্রুজে ৩৬টি শিবির, সাতগাছিয়ায় ৩৫টি শিবির হবে, মহেশতলায় ৪৫টি শিবির হবে।


সাধারণ ক্যাম্পে মিলবে কী পরিষেবা? সব শিবিরেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, ওষুধ, একটি ইউনিক আইডি দেওয়া হবে, মিলবে একটি সচেতনতা পুস্তিকা। সেখানে বিভিন্ন রোগে কী করা উচিত ও করা উচিত নয় তা লেখা থাকবে। প্রতিটি সাধারণ ক্যাম্প রক্তচাপ, সুগার, বিএমআই, হিমোগ্লোবিন, ডেঙ্গু, ম্যালেরিয়া, ট্রিপল সেরোলজি টেস্ট হবে। এছাড়া শিবিরে অক্সিমিটার, অক্সিজেন কনসেট্রেটার, পালস অক্সিমিটার, ডিজিটাল থারমোমিটারের ব্যবস্থা থাকবে। একটি দক্ষ রেফারেল সিস্টেম থাকবে। ১২টি হাসপাতালে রোগীদের পাঠানো হবে। ওইসব হাসপাতালের মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল, পিজি, বাঙ্গুর হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, গার্ডেনরিচ হাসপাতাল, ক্যালকাটা মেডিক্যাল কলেজে, চিত্তরঞ্জন হাসপাতাল, আরজি কর, জগন্নাথ গুপ্ত হাসপাতাল ও নিউরো  সায়েন্স হাসপাতাল। আগামী ১৬ তারিখ থেকে ২০ মার্চ হবে মেগা ক্যাম্প। এখানে একসঙ্গে ডায়মন্ডহারবারে যত ক্যাম্প হয়েছে তার ফলোআপ ক্যাম্প হবে। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)