২০২১-এ ২৫০ আসন চাই, দলীয় কর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক
এদিন তিনি বলেন, `কেন্দ্রে সাম্প্রদায়িক সরকার উৎখাত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য একটাই, ২০২১-এর নির্বাচনে ২৫০টি আসন পাবে তৃণমূল।`
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে প্রত্যয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, লক্ষ্য একটাই ২০২১-এর নির্বাচনে ২৫০ আসন পাবে তৃণমূল।
গত লোকসভা নির্বাচনে ৪২-এ ৪২-এর লক্ষ্যমাত্রা রাখলেও ২২-এই থামতে হয়েছে তৃণমূলকে। আর তার পর থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি। এমনকী এই মুহূর্তে নির্বাচন হলে তৃণমূল সরকারের পতন হবে বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতারা। লোকসভা নির্বাচনের খারাপ ফলের পর তৃণমূল কর্মীদের মনোবলেও চিড় ধরেছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের চাঙ্গা করতে ২৫০ এর লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক।
এদিন তিনি বলেন, 'কেন্দ্রে সাম্প্রদায়িক সরকার উৎখাত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য একটাই, ২০২১-এর নির্বাচনে ২৫০টি আসন পাবে তৃণমূল।'
চমকানোর বিরুদ্ধে যাঁরা লড়াই করে এসেছে তাদের চমকানো যায় না, নাম না করে দিলীপকে পালটা মমতার
লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়াড়ি ফল বিবেচনা করলে প্রায় ১২০-র বেশি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। ভোট মেটার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন হাফ ডজন বিধায়ক। পশ্চিমবঙ্গ বিধানসভা আসন সংশ্যা ২৯৪। সরকার গড়তে ১৪৪টি আসন দখল করতে হয় কোনও দল বা জোটকে।