নিজস্ব প্রতিবেদন : ফের মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে এবার পশ্চিম মেদিনীপুরে অভিষেক (Abhishek Banerjee)। ঘাটালে রোড শো করবেন তিনি। ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ে অন্যতম মাত্রা যোগ করেছে দুই মেদিনীপুর। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘাসফুল শিবির ত্যাগ করে পদ্মশিবিরে যোগ দিতেই দুই মেদিনীপুর যেন দুদলের কাছে প্রেস্টিজ ফাইটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। দুই মেদিনীপুরে সব আসন বিজেপি জিতবে বলে দাবি করেছেন শুভেন্দু। পাল্টা তৃণমূল দাবি করেছে একুশের ভোটে জয় পাবে ঘাসফুল-ই।


এখন এই যুযুধান পরিস্থিতিতে ফের শুভেন্দুর খাস তালুকে রোড শো করতে যাচ্ছেন অভিষেক। রাজনৈতিক মহলের মতে, ২৭ তারিখ মেদিনীপুরের মাটিতে তৃণমূলের এই শক্তি পরীক্ষায় নজর থাকবে সব পক্ষেরই। কারণ এরমধ্যেই শুভেন্দু-অভিষেক দ্বৈরথে নয়া মাত্রা যোগ করেছে রবিবার কয়লাকাণ্ডে রুজিরা ব্যানার্জিকে CBI-এর নোটিস। উল্লেখ্য,  ২৫ জানুয়ারি বারুইপুরের সভায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছিলেন,  "লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে দেখুন। প্রতি মাসে ৩৬ লাখ টাকা করে ঢুকেছে। থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে।" কড়া আক্রমণ শানিয়েছিলেন অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরার (Rujira Banerjee) বিরুদ্ধে। 


যাঁর পাল্টা জবাব দিতে গিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, "এখন আমাকে ছেড়ে আমার স্ত্রীকে নিয়ে পড়েছে।" যদি সত্যিই তাঁর স্ত্রী দোষী হয়, তাহলে সিবিআই (CBI) কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না? সে প্রশ্নও তুলেছিলেন অভিষেক। পাশাপাশি, অভিযোগ প্রমাণ করতে পারলে 'ফাঁসির মঞ্চে' যাবেন বলেও পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়েন তিনি। সেই চ্যালেঞ্জকেই রবিবার পাল্টা কটাক্ষে ফিরিয়ে দেন শুভেন্দু (Suvendu Adhikari)। বলেন, ""তোলাবাজ ভাইপো এখনই যেন ফাঁসির মঞ্চে না যান! আমি অনুরোধ করব। এখনও অনেককিছু দেখা বাকি আছে।"


আরও পড়ুন, শিবপুর কেন্দ্রে তুঙ্গে Rudranil Ghosh বনাম Jatu Lahiri কাজিয়া


জলপাইগুড়ি TMC-তে জোর ধাক্কা, দল ছাড়লেন যুবর সাধারণ সম্পাদক