নিজস্ব প্রতিবেদন: 'জয় শ্রী রাম'-র পাল্টা 'জয় সিয়া রাম'। কোচবিহারের সভায় অমিত শাহ (Amit Shah) হুঙ্কার দিয়েছিলেন, ভোট শেষ হওয়ার আগে জয় শ্রী রাম বলতে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিজেপি নেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক (Abhishek Banerjee)। কুলপির সভায় ডায়মন্ড হারবারের সাংসদ বলেন,'যদি বাপের বেটা হই, ভোট শেষ হওয়ার আগে তোমাদের দিয়ে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব।'            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন,'জয় শ্রী রাম না বলে জয় সিয়া রাম বলুন। আগে সীতা পরে রাম। বলার ক্ষমতা আছে? প্রতিটি সভায় বলুন দেখি। বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করছি, জয় সিয়া রাম বলে সভা শুরু করুন। ওরা তা করবে না। কারণ মহিলাদের সম্মান দেয় না।' তিনি আরও বলেন,'যদি বাপের বেটা হই, তোমাদের দিয়ে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব। মহিলাদের সম্মান দিতে হবে।' 
 
জয় শ্রী রাম নিয়ে বিতর্কে মমতার (Mamata Banerjee) গায়ে তোষণের তকমা সেঁটে দিতে চাইছে গেরুয়া ব্রিগেড। কোচবিহারের সভায় অমিত শাহ সেই ইঙ্গিত দিয়েছেন, 'বাংলায় এমন পরিবেশ তৈরি করেছেন, যেন জয় শ্রী রাম বলা অপরাধ! আরে দিদি জয় শ্রী রাম এখানে বলবে না তো কি পাকিস্তানে বলবে? জয় শ্রী রামে কেন অপমানিত বোধ করেন আপনি? গোটা দেশ, এমনকি দুনিয়াজুড়ে কোটি কোটি মানুষ আমাদের আরাধ্য শ্রী রামকে স্মরণ করে গৌরবান্বিত হন। আর আমি একটা সম্প্রদায়ের ভোটের জন্য তোষণ করছেন। প্রতিশ্রুতি দিচ্ছি ভোটের আগেই মমতা দিদিও জয় শ্রী রাম বলতে শুরু করবেন।'


ওই দিনই 'জয় সিয়া রাম' বলে জবাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী (Live: নোট নেবেন পদ্মফুলের, ভোট দেবেন জোড়াফুলে: Abhishek