নিজস্ব প্রতিবেদন: মূর্তি ভাঙা নিয়ে এখনও বিতর্কের রেশ কাটেনি। এরই মধ্যে বিদ্যাসাগরের মূর্তির পুনঃস্থাপন নিয়ে জোর তরজা শুরু হয়ে গেল তৃণমূল- বিজেপি-র মধ্যে। আজ উত্তর প্রদেশের মৌ-এর এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যথা স্থানে পঞ্চধাতুর মূর্তি প্রতিস্থাপন করবে তাদের সরকার। পালটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, “আমরা কেন নেব ওদের মূর্তি?” ডায়মন্ড হারবার থেকে বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ওখানেই ৫০ ফুটের বিদ্যাসাগরের মূর্তি বানাবো। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মূর্তিও বানানোর প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আজ ডায়মণ্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করেন অভিষেক। তাঁর কথায়, “আপনি নিজেই বলছেন এটা আমার এলাকা। তাহলে মানছেন। পাশাপাশি হুঁশিয়ারি, “২৩ তারিখের পর আপনার বাড়ির চাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে।” এ দিন নরেন্দ্র মোদীকেও এক হাত নেন অভিষেক। বলেন, “শুনলাম, আমাদের দলের পার্টি অফিসে তালা ঝোলাবেন বলেছেন। কাল থেকে আমার বাপ বাপান্তও করছেন।” চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, হারলে কান ধরে উঠবস করবো, না হলে আপনি করবেন। ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মোদীকে আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন- চিটফান্ড মালিকের জমিতে মোদির সভা, গ্রেফতারির হুঁশিয়ারি মমতার


উল্লেখ্য, আজ উত্তর প্রদেশের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা করেন নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, পশ্চিম মেদিনীপুর, ঠাকুরনগর, কোচবিহারে তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে। মমতার জমানায় পশ্চিমবঙ্গে অরজাকতা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার অমিত শাহের রোডশোয়ে ব্যাপক উত্তেজনার পিছনে মমতা সরকারের ইন্ধন রয়েছে বলে নরেন্দ্র মোদীর অভিযোগ। তৃণমূলের গুন্ডারাই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছে বলে জানান মোদী। পাশাপাশি নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি, তাদের সরকার যথা স্থানেই পঞ্চধাতুর মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করবে। তৃণমূলকে এভাবেই কড়া জবাব দেবেন বলে দাবি করেন তিনি। মোদী আশঙ্কা করে বলেন, “আজ দমদমে জনসভা রয়েছে। দেখা যাক দিদি সে র্যালি করতে দেন কি না!”