নিজস্ব প্রতিবেদন:  ১১ অগাস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের উদ্দেশে ‘অবমাননাকর’ মন্তব্যের জের। অমিত শাহের বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, গত ১১ অগাস্ট রাজ্যে এসে বাংলায় তৃণমূল সরকারকে উত্খাতের ডাক দিয়ে সভা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। মমতা-সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রের পাঠানো টাকা যাচ্ছে কোথায়? দুর্নীতি করে টাকা গায়েব করে দিচ্ছে তৃণমূল। যখন থেকে তৃণমূলের সরকার এসেছে, নারদা, সারদা, রোজভ্যালি, সিন্ডিকেট, ভাইপো, কোল মাফিয়া, পোর্ট মাফিয়া, ক্যাটেল মাফিয়ারা পশ্চিমবঙ্গ দখল করে নিয়েছে। ’


আরও পড়ুন: ফারাক ৮ বছরের, গুরুর পাশেই ঠাঁই হল শিষ্যের!


এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেছিলেন, ‘‘মমতা দিদি কেন অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে চান। ২০০৫ সালে এরা সিপিএমকে ভোট দিত।’’ তিনি আরও বলেন,  ‘‘লোকসভা বন্ধ করে মমতা বলেছিলেন বাংলাদেশিদের ফেরত পাঠাও। আজ সেই অনুপ্রবেশকারীরাই মমতার ভোটার।’’  তিনি বলেন, ‘‘মমতা দি স্পষ্ট করুক, দেশের নিরাপত্তা আগে না ভোটব্যাঙ্ক আগে।’’