নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী ধাক্কা কাটিয়ে উঠতে মঙ্গলবার জোরকদমে পথে নামল তৃণমূল। এদিন গরম গরম ভাষণ দিয়ে পার্টি কর্মীদের উদ্দীপ্ত করার আপ্রাণ চেষ্টা চালালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, আমায় জেলে নিয়ে যায় যাক, কিন্তু মানুষের কথা বলব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করে তৃণমূল। মিছিল শেষে হাজরায় সভা করেন অভিষেক। এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। দলের কর্মীদের মনোবল ফেরাতে এদিন কড়া ভোকাল টনিক দেন তৃণমূলের যুবরাজ। বলেন, যে সব পার্টি অফিস বিজেপি দখল করেছে তার সব ক'টি পুনর্দখল করবে তৃণমূল। সেজন্য দলীয় কর্মীদের তৈরি থাকার ডাক দেন তিনি। 


 



অভিষেক বলেন, 'লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট ৫ শতাংশ বেড়েছে। তার পরেও একদল লোক গেল গেল রব তুলেছে। মনে রাখতে হবে আমাদের সরকার CRPF দিয়ে নির্বাচিত হয়ে আসেনি।'


এর পরই কেন্দ্রের উদ্দেশে হুঙ্কার ছেড়ে অভিষেক বলেন, 'ক্ষমতা থাকলে আমাকে জেলে নিয়ে যাক। কিন্তু আমি মানুষের কথা বলব।' কর্মীদের মনোবল ফেরাতে অভিষেক এদিন বলেন, '২০০৪ সালে তৃণমূলের ১ জন সাংসদ ছিল। সেখান থেকে এখানে পৌঁছেছে দল। ইভিএম-এ কারচুপি আমরা ধরে ফেলেছি। আমরা ব্যালট ফেরত চাই।' 


হেলিপ্যাড বিতর্কে উত্তপ্ত গজলডোবা, বিক্ষোভে 'জয় শ্রী রাম' স্লোগান


জনসংযোগ বাড়াতে এদিন কর্মীদের ফের ময়দানে নামার ডাক দেন অভিষেক। সেজন্য ৬ জুন ওয়ার্ড ভিত্তিক মিছিল করার নির্দেশ দেন তিনি।