কিরণ মান্না: নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নিরাপত্তার 'গুঁতো'য় এবার বেসামাল স্বয়ং রাজ্যের মন্ত্রী অখিল গিরি! কীভাবে? অভিষেকের নিরাপত্তারক্ষীদের ধাক্কায় খেলেন তিনি। পাল্টা এক রক্ষীর দিকে তেড়ে যেতে দেখা গেল মন্ত্রীকেও। ঘটনাস্থল, পূর্ব মেদিনীপুরের কাঁথি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিয়রে পঞ্চায়েত। কাকে প্রার্থী চান? গোপন ব্যালটের মাধ্যমে মতামত জানাচ্ছেন সাধারণ মানুষই। কোচবিহার থেকে কাকদ্বীপ। জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম, 'তৃণমূলে নবজোয়ার'।


অভিষেক এখন পূর্ব মেদিনীপুরে। এদিন উত্তর কাঁথির  চন্ডীভেটি এলাকায় জনসংযোগ যাত্রায় প্রচণ্ড ভিড় হয়েছিল। অভিষেকের নিরাপত্তা রক্ষা করতে যখন রীতিমতো হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তাররক্ষীরা, ঠিক তখনই তাঁর  গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক তিনি।


তারপর? অখিলকে ধাক্কায় মেরে সরিয়ে দেন অভিষেকের নিরাপত্তাকর্মীরা। ঘটনা হকচকিয়ে যান মন্ত্রী। নিরাপত্তারক্ষীদের বচসা জড়িয়ে পড়েন তিনি। এমনকী, এক রক্ষীর দিকে তেড়েও যান! শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অভিষেকের অন্যন্য নিরাপত্তারক্ষী ও মন্ত্রীর অনুগামীরা।


আরও পড়ুন: Malbazar: বন্যপ্রাণী শিকার এবং জঙ্গলের কাঠ পাচার রুখতে নতুন করে পরিকল্পনা করছে বন দফতর...


এদিকে নবজোয়ারের অভিষেকের নিরাপত্তা ব্যবস্থাকে কটাক্ষ করেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বাড়াবাড়ি চরম পর্যায়ে। প্রত্যেক দিনই করছে। পলিসের বাড়াবাড়ি , নিরাপত্তাকর্মীদের অত্যাচার চরম পর্যায়ে গিয়েছে। সত্যি-মিথ্য়া জানি না, দ্রুত আরোগ্য কামনা করি। গাঁ-র গরিব লোক মার খেয়েছেন, সহানুভূতি থাকল, । বড়লোকের ব্যাটার নিরাপত্তারক্ষীর হাতে, কী আর করা যাবে'।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)