ছাত্রের অস্বাভাবিক আচরণ, ব্লু-হোয়েল আতঙ্ক বাঁকুড়াতেও
ওয়েব ডেস্ক : নীল তিমির থাবা বাঁকুড়াতেও। অভিযোগ, খ্রিষ্টান কলেজিয়েট স্কুলের ক্লাস ইলেভেনের এক ছাত্রের অস্বাভাবিক আচরণে সন্দেহ দানা বাঁধে। ফোনে এক বন্ধুর সঙ্গে ব্লু-হোয়েল গেম নিয়ে আলোচনা করতে শোনা যায় তাঁকে, দাবি এলাকাবাসীর।
এরপরই তাঁর মোবাইলটি কেড়ে নেয় বাড়ির লোকজন। এতে ওই ছাত্র পাগলের মতো আচরণ শুরু করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরিবারের সদস্যদের প্রশ্নের মুখে শেষপর্যন্ত ভেঙে পড়ে সে। জানায়, মোবাইলে একটি স্পেশাল গেম রয়েছে তাঁর এবং সেটির নিয়ম অনুযায়ী এদিন মধ্যরাতে তাকে হাত কাটতে হবে।
এরপর ওই ছাত্রের আচরণ আরও অস্বাভাবিক হতে শুরু করায় খবর পাঠানো হয় থানায়। বাঁকুড়া সদর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। ব্লু-হোয়েলের কারণেই ওই ছাত্রের এমন আচরণ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন, সিনেমায় সুযোগ করে দেওয়ার লোভ দেখিয়ে শহরে চাইন্ড পর্নোগ্রাফির রমরমা