ওয়েব ডেস্ক: বাঁকুড়ায় দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আহত সাত। বেলিয়াতোড় থানার বনগ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্গাপুরগামী রাজ্য সড়কে লরির সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পিক আপ ভ্যানে ছিলেন স্থানীয় জোন্দা গ্রামের সবজি চাষিরা। গাড়িতে সবজি বোঝাই করে তাঁরা যাচ্ছিলেন বেলিয়াতোড় বাজারে। আহতদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর। তাঁদের সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।


এদিকে, পুড়ে ছাই হয়ে গেল চটকল। হাওড়ার ডোমজুরের ঘটনা। লক্ষ্মণপুরের পূর্বপাড়া এলাকার চটকলে গতরাতে আগুন লাগে। প্রচুর দাহ্যবস্তু মজুত থাকায় কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ। ফলে কাজ করতে অসুবিধার মধ্যে পড়েন দমকল কর্মীরা। দেরিতে পৌছনোয় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন দমকল কর্মীরা। দমকলের সন্দেহ, শর্ট সার্কিট থেকেই কারখানায় আগুন লাগে। (আরও পড়ুন- কোথাও কোনও অশান্তি নেই, অন্য ধরণের ভোট হল পাহাড়ে)