নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে মালবোঝাই ট্রাক এসে পিষে দিল স্কুলছাত্রকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা আড়িয়াদহতে। মৃতের নাম অর্ক শীল (৮)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




আড়িয়াদহের বাসিন্দা অর্ক বেলঘরিয়া প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। বুধবার সকালে ঠাকুমার সঙ্গে গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল সে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলঘরিয়া ফ্লাইওভারে একটি মালবোঝাই ট্রাক পিছন থেকে এসে তাকে পিষে দেয়। ট্রাকটির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে অভিযোগ স্থানীয়দের। তাই অর্ঘ্য সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। 


শহরের ভিন্ন প্রান্তে একই কায়দায় দুই প্রৌঢ়াকে খুন, ধন্দে পুলিস
ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্ঘ্যের। ঘাতক ট্রাকটিকে আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বন্ধ যান চলাচল।