নিজস্ব প্রতিবেদন: জাতীয় সড়কে উড়ছে পাঁচশো, একশোর নোট। আর হাওয়ায় ভেসে আসা সেই নোট পকেটে পুরতে দিয়ে দুর্ঘটনা মালবাজারের বাগ্রাকোটের ৩১ নম্বর জাতীয় সড়কে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, জাতীয় সড়়ক ধরে যাচ্ছিল একটি গাড়ি। ওই গাড়ি থেকেই পাঁচশো ও একশো টাকার নোট উড়ে আসে। সেই নোট কুড়োতে  হুড়োহুড়ি পড়ে যায় জাতীয় সড়কে। পথচলতি বহু মানুষ গাড়ি থামিয়ে টাকা পকেটে পুরতে থাকেন। তথনই যাচ্ছিল একটি ডাম্পার।  ডাম্পার থামিয়ে টাকা 'ধরা'র চেষ্টা করেন চালক। হঠাত্ ব্রেক কষায় গাড়িটির পিছনে বিদ্যুত্ দফতরের গাড়ি ধাক্কা মারে অটোয়। জখম হন দুজন। তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ওদিকে টাকা কুড়িয়ে অন্যরা তখন বাড়ির পথে।   


 




কীভাবে ওই গাড়ি থেকে এত টাকা রাস্তায় পড়ল, তা জানা যায়নি। গত দুবছর আগে ওদলাবাড়ি রেল স্টেশনের একটি ট্রেন থেকে এভাবেই  হাওয়ায় উড়েছিল পাঁচশো টাকার নোট। 


আরও পড়ুন- অনায়াসেই দিল্লির তখতে ফিরছেন নমো, আভাস VMR জনমত সমীক্ষার