নিজস্ব প্রতিবেদন:  ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে চায়ের দোকানে ঢুকে গেল সিমেন্টবোঝাই লরি। বিদ্যুতের তার ছিঁড়ে সিমেন্টবোঝাই লরিতে পড়ে আগুন লেগে যায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বিষ্ণুপুরে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সকাল পৌনে আটটা নাগাদ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে পাশের চায়ের দোকানে ঢুকে যায়। ওই দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রাই জল এনে আগুন নিয়ন্ত্রণে আনে। চায়ের দোকানে বেশ কয়েকজন বসে ছিলেন। প্রত্যেকেই আহত হন।

নাবালিকাকে 'শ্লীলতাহানি' গৃহশিক্ষিকার স্বামীর, গণধোলাইয়ের পর তুলে দেওয়া পুলিসের হাতে

স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে একজন মহিলা ও এক পুরুষের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।