সিকিম যাওয়ার পথে সেবকের কাছে তিস্তায় তলিয়ে গেল পর্যটকবোঝাই গাড়ি
তিস্তায় পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। তিস্তায় গাড়িটি দেখা গেলেও এখনও পর্যন্ত কোনও পর্যটককেই উদ্ধার করা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদন: তিস্তায় তলিয়ে গেল পর্যটকবোঝাই গাড়ি। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সময়ে সেবকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িটি। এখনও পর্যন্ত কোনও পর্যটকেরই খোঁজ মেলেনি।
বুধবার সকালে একটি ট্রাভেল কোম্পানি থেকে গাড়ি নিয়ে কয়েকজন যাত্রী শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশে রওনা দেন। তাঁদের মধ্যে ২জন রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। সেবকের কালীমন্দিরের একটু আগে গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিস্তায় তলিয়ে যায় গাড়িটি। এক বাইক আরোহী বিষয়টি দেখতে পেয়ে সেবকের করোনেশন ব্রিজে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে ঘটনাটি জানান।
‘জয় শ্রী রাম’ বলায় স্কুলে ঢুকে ছাত্রদের মার বহিরাগতদের, উত্তেজনা বিষ্ণুপুরে
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। গাড়িটিতে কতজন পর্যটক ছিল, তাও সঠিকভাবে জানা যায়নি। আপাতত পর্যটকদের উদ্ধার করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়িটির নম্বর প্লেট ও ছাদের ভাঙ্গা অংশ, একজোড়া জুতো উদ্ধার করে। খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা টিমকে। গাড়িটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পর্যটন সংস্থার আধিকারিকরা।