অরূপ বসাক: শিক্ষার মান যতই বাড়ুক না কেন, এখনও গ্রাম বাংলা থেকে নির্মূল করা যায়নি কুসংস্কারকে। সেই ছবি ফের ফুটে উঠল মালবাজার শহর লাগোয়া তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ডাইনি সন্দেহে এক বৃদ্ধার ওপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হলেন প্রতিবেশী এক ব্যাক্তি। আক্রমণকারীর হাত থেকে ওই মহিলাকে বাঁচাতে ছুটে আসলেন প্রতিবেশী আরও এক মহিলা তাকেও একই ভাবে আক্রমণ করলেন ওই ব্যক্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্তমানে দুই বৃদ্ধা মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ব্যক্তির নাম বিনোদ ওরাও। ঘটনায় আহত মাংরি মুন্ডা ও বিরশো ওরাও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাতে ও গলায় আঘাত লেগেছে।তাদের অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত আহত মাংরি মুন্ডার দুই ছেলে বিষ্ণু মুন্ডা ও সঞ্জীব মুন্ডা ঘটনার সময় বাইরে কাজে গিয়েছিলেন। খবর পেয়েই বাড়িতে ফিরে দেখেন তাদের মা ও প্রতিবেশী ওই মহিলা আহত হয়েছেন। মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত মাংরি ওরাও নামে ওই মহিলা। 


আরও পড়ুন:SSKM Hospital: আগেই ফিরিয়েছে হাসপাতাল! মমতার বাড়ি থেকে জোগাড় হল চিঠি, কিন্তু রোগী নিয়ে ঢুকতেই...


প্রসঙ্গত, বিষ্ণু এবং সঞ্জীব ওরাও দুজনেই জানালেন, ডাইনি সন্দেহে মায়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছেন ওই ব্যক্তি। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি রাখছি। স্থানীয় পঞ্চায়েত সদস্য সালমি ওরাও জানিয়েছেন, ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে যায় আহতদের দেখতে। বিষয়টি পুলিস প্রশাসন দেখছে। প্রসঙ্গত ওই মহিলা সোমবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে আক্রমণের মুখে পড়েন। রাতে দুই আহতকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হলেও, এদিন সকালে দুই মহিলার শারীরিক পরিস্থিতি খারাপ হলে তাদেরকে আবারও চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তি রাখা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিস। মালবাজার থানা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত একজনকে আটক করে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় অভিযুক্ত বিনোদ ওরাও বা তার পরিবারের কোনও সদস্যের মন্তব্য জানা যায়নি। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)