নিজস্ব প্রতিবেদন: ভরসন্ধেয় বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার দুই ছাত্রী। অ্যাসিডে পুড়ে গিয়েছে একজনের মুখ এবং অন্যজনের পিঠ। আহত ওই ২ ছাত্রীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের দাসপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মমতা যা করছে, পালটা হবে, জেরার পর থানা থেকে বেরিয়ে বললেন মুকুল


সোমবার সন্ধেয় দাসপুরের সুপা গ্রামে টিউশন থেকে বাড়ি ফিরছিল মাধ্যমিকের ছাত্রী অর্পিতা খাঁ ও সুপ্রিয়া দোলুই। দুজনেই ক্লাস নাইনের ছাত্রী। পড়ে দাসপুরের সুপা পুরশুড়ি উচ্চমাধ্যমিক স্কুলে।


এদির সন্ধে আটটা নাগাদ তারা যখন চিউশন পড়ে স্কুলের সামনে দিয়ে আসছিল তাখনই গাছের আড়াল থেকে তাদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে কয়েকজন যুবক। অ্যাসিড এসে লাগে একজনের মুখে ও অন্যজনের পিঠে। ওই ঘটনায় শোরগোল শুরু হয়ে যায় এলাকায়।



আরও পড়ুন-নাছোড় জেদে হাসপাতাল থেকে ছুটি আদায়, পাম অ্যাভিনিউর বাড়িতে ফিরলেন বুদ্ধবাবু


স্থানীয়দের তত্পরতায় ২ জনকে উদ্ধার করে মোদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চলে আসে পুলিসও। কী কারণে ওই অ্যাসিড হামলা তা খতিয়ে দেখেছে পুলিস।