`বিজেপির থেকে বড় শত্রু নেই`, রাজনৈতিক দলগুলিকে জোট বাঁধার আহ্বান Kaushik Sen-র
`কংগ্রেস ও সিপিএম-র জোট এই মুহুর্তে খুবই প্রয়োজনীয়।`
নিজস্ব প্রতিবেদন: শিয়রে বিধানসভা ভোট। এ রাজ্যে বিজেপিকে (BJP) রুখতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে জোট বাঁধার আহ্বান জানালেন অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। তিনি বলেন, 'দেশের আর্থ সামাজিক ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে বিজেপি ও আরএসএস। যে যে রাজনীতি করুন না কেন, যে মতাদর্শেই বিশ্বাস করুন না, আমি মনে করি, এখন বিজেপির থেকে বড় শত্রু আর কেউ নেই। কংগ্রেস ও সিপিএম-র জোট এই মুহুর্তে খুবই প্রয়োজনীয়।'
আরও পড়ুন: আগামীতে শোভনের হাত ধরে বিজেপিতে কাউন্সিলর থেকে অধ্যাপক!
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বাংলার জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপি (BJP)। আজ জেপি নাড্ডা (JP Nadda), তো কাল অমিত শাহ (Amit Shah), রাজ্যে দলের সর্বভারতীয় নেতাদের আনাগোনা লেগেই আছে। এমনকী, ভাঙন ধরেছে তৃণমূল (TMC) শিবিরেও। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ দলের একাধিক নেতা ইতিমধ্যেই নাম লিখিয়েছেন গেরুয়াশিবিরে। এই পরিস্থিতিতে এ রাজ্যে শাসকদলের বিরুদ্ধে লড়তে জোট বেঁধেছে কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM)। সেই জোটকে স্বাগত জানিয়ে কৌশিক সেন (Kaushik Sen) বলেন, 'ভারতীয় রাজনীতিতে যে রোগগুলি একটি রাজনৈতিক দলকে কুড়ে কুড়ে খায়, তৃণমূলে তার সবকটিই আছে। কিন্তু তৃণমূলও বিজেপির মতো বিপজ্জনক নয়, এটাও সত্য।' তাঁর সতর্কবার্তা, 'তৃণমূলের মতো শক্তিও যে কীভাবে পরস্পরের মধ্যে ঘর্ষণে শেষ হতে যেতে পারে, সেটা আমরা দেখছি। বিজেপি কিন্তু তৃণমূলের মতো আত্মকলহপূর্ণ দল নয়, রেজিমেন্টেড পার্টি। তাদের একটা আদর্শ আছে। রবীন্দ্রনাথ থেকে অরবিন্দ ঘোষ, কাউকে ছেড়ে দেবে না। সময় বলছে, প্রথম শক্রুকে আগে চিহ্নিত করো।'
আরও পড়ুন: কসবায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা পণ্যবাহী গাড়ির, সুরক্ষিত মন্ত্রী
উল্লেখ্য. দিন কয়েক আগে একুশের ভোটে বাংলার বামেদের সঙ্গে জোট সিলমোহর দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) জানান, বাংলায় একসঙ্গে শাসক দলের বিরুদ্ধে লড়াই করব। হাইকম্যান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty) বলেন, 'বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তিকে একজোট হতে হবে।'