নিজস্ব প্রতিবেদন: সামনেই বিধানসভা ভোট (Assembly Election)। জন্মদিনে 'শুভেচ্ছা' জানাতে অভিনেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) বাড়িতে গেলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। এই মুহুর্তে তৃণমূল (TMC) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুদ্রনীল। কিন্তু আগামীদিনে কি গেরুয়াশিবিরে নাম লেখাবেন? সে সম্ভাবনা কিন্তু খারিজ করে দেননি তিনি। Zee ২৪ Ghanta-কে জানালেন, 'শঙ্কুর সঙ্গে রাজনীতি আলোচনা হয়েছে। বন্ধু হিসেবে একসঙ্গে কাজ করার কথা বলেওছে। তবে এখনও পর্যন্ত আমি কোনও স্থির সিদ্ধান্তে পৌঁছয়নি।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, ভোটের মুখে আচমকাই মন্ত্রিত্ব ও তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। 'বেসুরো' মন্তব্যে জেলার আর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) নিয়েও জল্পনা বাড়ছে। দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। যতকাণ্ড হাওড়ায় (Howrah)। কলকাতা লাগোয়া এই জেলায় কিন্তু অস্বস্তিতে বাড়ছে তৃণমূলের (TMC)। সূত্রের খবর, হাওড়ায় তৃণমূলের একঝাঁক নেতা-মন্ত্রীর দলত্যাগ নিয়ে জোর গুঞ্জন চলছে শাসকদলের অন্দরে। গুঞ্জন এতটাই যে, ওই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের 'হাওড়া গ্যাং' বলছেন দলের নেতাদের একাংশ! এই পরিস্থিতিতে বুধবার বাড়িতে গিয়ে রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh)  'জন্মদিনের শুভেচ্ছা' জানালেন বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।


আরও পড়ুন: 'উইপোকারা বেরিয়ে গেলে দলটার শুদ্ধিকরণ হবে', নাম না করে Suvendu-কে নিশানা Soham-র


প্রসঙ্গত, রুদ্রনীল ঘোষও হাওড়ার বাসিন্দা এবং তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শঙ্কুদেব অবশ্য একসময়ে তৃণমূলের ছাত্র নেতা ছিলেন। এখন  দলবদলে যোগ  দিয়েছেন বিজেপিতে। কিন্তু তিনি জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রতিবছরই রুদ্রনীলের বাড়িতে যান, এমনটাও কিন্তু নয়। কী কথা হল দু'জনের? রুদ্রনীল ঘোষ Zee ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, 'সাংবাদিক জীবন থেকে শঙ্কুদেবে সঙ্গে সখ্যতা, যোগাযোগ। জন্মদিনের শুভেচ্ছা জানাল। রাজনীতির বিষয়ে আলোচনা হয়েছে। আমি একটু একটু রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করি। শঙ্কু একসঙ্গে কাজ করার কথা বলছিল।' তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন? অভিনেতার জবাব, ''এখনও স্থির কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি।'